আমাদের কথা খুঁজে নিন

   

মুভিঃ The Vanishing (1988)

শূন্য The Vanishing (1988) || মহাশূন্যে 'Rex' ও 'Saskia' দুইটা আলাদা আলাদা সোনালী ডিমের মধ্যে! এমন অদ্ভুত স্বপ্ন দুইজনেই দেখে। 'Saskia' কিছুটা আতঙ্কিত কারন তার স্বপ্নের পরিণতি সুখকর না, সে অনেক ভীত। এটা শুধুই তাদের স্বপ্ন তবে রূপক অর্থ দেখানো হয়েছিল 'Tim Krabbé' এর 'The Golden Egg' নামক সাইকোলজিকাল থ্রিলার উপন্যাসে। আর এই উপন্যাসের সবচেয়ে ভাল অ্যাডাপ্টেশন হল 'The Vanishing (1988)' মুভিটা। ১০০% ক্রিটিক ভোট পেয়েছিল মুভিটা তবে একই পরিচালকের ইংরেজী ভার্ষাণটা আবার পাতে কিছুই পাইনি।

আমি ইংরেজী ভার্ষাণ দেখিনি তাই কিছু বলতে পারছিনা তবে অরিজিনাল ভার্ষাণ দেখেছি এবং আমি মুগ্ধ। ফ্রান্সে ছুটি কাটাতে গেছে 'Rex' ও 'Saskia' যুগল। ফরাসী সৌন্দর্য্য অভিভূত করে রেখেছে এর মধ্যেই কোথা থেকে কি হয়ে গেল! একটা গ্যাস স্টেশনে এসে চেঞ্জ এর জন্য গেছে 'Saskia', অপেক্ষা করছে 'Rex'। মিনিট পেরিয়ে ঘন্টার দিকে ছুটে যাচ্ছে কিন্তু কোথায় গেল 'Saskia', কোন খোজই যে নেই তার! সাধ্যের মধ্যে সকলভাবে অনুসন্ধানের চেষ্টা করেও কিছু বের করতে পারছে না 'Rex', মাস-বছর-দেখতে দেখতে তিন তিনটা বছর পেরিয়ে গেল। বিন্দুমাত্র কোন ইনফরমেশন পাওয়া গেল না কি হল 'Saskia'-র।

প্রচন্ড ভালবাসার টান ও পরিণতি জানার দূর্বার আগ্রহের জন্য ক্ষান্ত দিচ্ছে না সে একটুও। এরই মাঝে অপহরণকারীর চিঠি! কি আছে ওতে? কোন খোঁজ? বেচে আছে কি 'Saskia'? স্লো কিন্তু সাসপেন্স-এ ভরপূর মুভিটা। পরিণতি জানার জন্য 'Rex' এর মতই ধৈর্য্য ধরতে হবে একেবারে শেষ সময় পর্যন্ত। আন্দাজ করার চেষ্টা করে মনে হয় কোন লাভ নেই। অপহরণকারীর চরিত্র যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাতে তাকে ক্রিমিনাল মাস্টারমাইন্ড মনে হবে না সত্যি কিন্তু মানসিকতা? ভাবনা-চিন্তা? অদ্ভুত-ভিন্নধর্মী, ভুলতে পারবনা আমি কখনও এই চরিত্রটা।

কোন প্রকার অ্যাকশন, ভায়োলেন্স ব্যতিরেকে কীভাবে একটা অসামান্য মিস্ট্রী ফুটিয়ে তোলা যায় তার নিখুত নিদর্শন এই মুভি। এখানেই পরিচালকের মুন্সীয়ানা নজরে পড়ে ভাল করে। উপন্যাসটাকে নিখুতভাবে তুলে এনেছেন পর্দাতে। শেষ করার পরে 'সোনালী ডিম' এর ব্যাপারটা বুঝতে পারা যাবে, তার আগে না। এমন ভিন্ন ধরনের ফিনিশিং এর জন্যও ঔপন্যাসিককে ধন্যবাদ।

এমনটা সাধারনত হয় না আর সেটাকে মোটেও বাদ দেওয়ার বা মডিফাই করার কথা চিন্তা করেননি পরিচালক, এজন্যও ক্রেডিট দিতে হয় বৈকি। ডাউনলোড লিঙ্ক => ডিভিডিরিপঃ ৪০০মেগা (র‍্যাপিডশেয়ার) / ৭০০মেগা (টরেন্ট)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।