আমাদের কথা খুঁজে নিন

   

মুভিঃ The Grapes of Wrath (1940)

শূন্য The Grapes of Wrath (1940) || "Great Depression" ইতিহাসে যেটাকে বিশ্বজুড়ে অর্থনৈতিক ভারসাম্যের চরম অধঃপতন হিসেবে চিহ্নিত করা হয়। '৩০ দশকের শেষের দিকে, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী সময়ে সারা পৃথিবী জুড়ে অর্থনৈতিক মন্দার ফলস্বরুপ যে অরাজকতার সৃষ্টি হয়, কি করূন জীবন পার করতে হয় তার একটা স্পষ্ট ছবি ফুটিয়ে তুলেছিলেন বাস্তববাদী লেখক "John Steinbeck" তার "The Grapes of Wrath" বইটিতে। '৪০ সালে এই বইটির উপর ভিত্তি করেই বিখ্যাত পরিচালক "John Ford" পরিচালনা করেন "The Grapes of Wrath (1940)" মুভিটি। '৮৯-এর দিকে মুভিটিকে US-এর "Library of Congress"-এ সংরক্ষণ করা হয় এর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও নান্দনিক বৈশিষ্টের জন্য। গল্পের শুরুটা এমন, "টম সবেমাত্র জেল থেকে ছাড়া পেয়ে নিজের গ্রামে ফিরতেছে, পথিমদ্ধ্যে ক্যাসি-এর, গ্রামের পূর্ববর্তী যাজক, সাথে দেখা হয়।

কিন্তু বাসায় এসে পরিবারের কাউকেই পাইনা টম। পরে মিউলি-এর, প্রতিবেশি, কাছে জানতে পারে গ্রামের সব্বাইকেই উচ্ছেদ করা হয়েছ। তার পরিবারের সব্বাই চাচা জনের বাসায় আছে আপাতত। পরবর্তী দিনে টমের যাত্রা শুরু হয় একটা স্থায়ী জায়গার সন্ধান, যেখানে তার পরিবার নিয়ে সে থিতু হতে পারে"____এই যাত্রার মাঝেই ফুটিয়ে তোলা হয়েছে সমসাময়িক সমাজের তৎকালীন প্রেক্ষাপট। চরম কষ্ট ও নিদারুন দূর্ভোগের মাঝে কেমন করে আশার আলো বজায় রেখে চলেছে একটা পরিবার তার সচিত্র দৃশ্যায়িত হয়েছে ফোর্ড-এর সুনিপুন পরিচালনার মধ্যে দিয়ে।

টমের চরিত্রে ফোণ্ডা নিজেকে উৎসর্গ করেছে প্রতিটা সেকেণ্ডে। পার্শ্বচরিত্র গুলোও ছিল স্ব-অবস্থানে দৃঢ়। একটা সংলাপ আমায় ছুয়ে গেছে, শেয়ার করতে ইচ্ছে হয় এখনই। টমের মা ও বাবার মধ্যে কথা হচ্ছে; মা বলতেছে, "I ain't never gonna be scared no more. I was, though. For a while it looked as though we was beat. Good and beat. Looked like we didn't have nobody in the whole wide world but enemies. Like nobody was friendly no more. Made me feel kinda bad and scared too, like we was lost and nobody cared. Rich fellas come up and they die, and their kids ain't no good and they die out, but we keep on coming. We're the people that live. They can't wipe us out, they can't lick us. We'll go on forever, Pa, cos we're the people." হুম, তারা চলে তাদের নিজস্ব গতিতে; স্রোতোস্মীনী নদীর মত, পথের সমস্ত বাধা উপড়ে দিয়ে। ডাউনলোড লিঙ্ক =>  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।