আমাদের কথা খুঁজে নিন

   

মুভিঃ The Dinner Game (1998)

শূন্য The Dinner Game (1998) || মুভি কি'না দিতে পারে!!! সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ব্যক্তিত্ব, দর্শন, ধর্মীয় ভাব কত কিছুই না উঠে আসে একটা মুভির মধ্যে দিয়ে। মনুষ্য জীবনের এমন বিস্তৃত ধারার সুনিপুন বুনন-প্রস্ফুটন, প্রকৃত চিত্র-ই মুভিতে অঙ্কিত হয়। ইচ্ছে করে বলি, "মুভি নমস্য, মুভি তপস্য; মুভিতেই নিহিত সর্বস্ব" ভরপূর কমেডির খোরাকের মাঝে যে জীবনের সূক্ষ মুল্যবোধ ফুটিয়ে তোলা যায় তা এই মুভিতে দেখলাম বেশ ভাল করেই। নির্দিষ্ট করে কিছু বলতেছি না, বললে মুভির মজাটা নষ্ট হয়ে যাবে। মুভির গল্পের শুরুটা এমন, "প্রতি সপ্তাহে Mr. Brochant এবং তার বন্ধুরা মিলে একটা "Idiot" ডিনার পার্টি-তে সমবেত হয়।

প্রত্যেকে একজন করে "Idiot" সাথে করে নিয়ে আসে। অন্যরা যাতে করে মজা নিতে পারে। ডিনার শেষে সমস্ত "Idiot"-দের মধ্য থেকে একজন বিজয়ী-কে নির্বাচন করা হয়। বরাবরের মত এবারও Brochant, François Pignon নামক একজন ট্যাক্স অফিসারকে সাথে করে নিয়ে ডিনারে যাওয়ার পরিকল্পনা করে। "...........এর পর থেকে মূল গল্প শুরু হয়।

মুভিটা পরিচালকের "Le Dîner de Cons" নাটক থেকে করা হয়েছে। সাবটাইটেলের দিকে মিনিট কয়েক কষ্ট করে মনোযোগ দিতে পারলেই বাকি এক ঘন্টা কীভাবে পার হয়ে যাবে টেরও পাওয়া যাবে না, এ ব্যাপারে নিশ্চিন্ত। পুরো "পিউর" ফান। মুভিটা নিয়ে হিন্দী "ভেজা-ফ্রাই" করা হয়েছে। ইংলিশে রিমেক ও হয়েছে এই মুভিটা নিয়ে তবে এটার মতন টেস্ট পাইনি বাকী দুইটার কোনটাতেই।

ডাউনলোড লিঙ্ক => ডিভিডিরিপ ৩০০মেগা (র‍্যাপিডশেয়ার) অথবা, ডিভিডিরিপ ৭০০মেগা (টরেন্ট)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।