আমাদের কথা খুঁজে নিন

   

মুভিঃ The Maltese Falcon (1941)

শূন্য The Maltese Falcon (1941) || The Maltese Falcon__ হ্যাঁমেট [Dashiell Hammett]-এর একটি গোয়েন্দা উপন্যাস। এটা বিংশ শতাব্দীর বেস্ট ১০০ ইংরেজী উপন্যাসের একটি। এই উপন্যাসের গল্প অবলম্বনে বেশ কয়েকটা মুভি করা হয়েছে তার মধ্যে সবচেয়ে ভাল হয়েছে ১১বছর পরে করা একই নামের 'The Maltese Falcon (1941)' মুভিটা। একটুখানি ইতিহাস দেখে নিই আগে মুভিটা সম্পর্কে কিছু বলার আগে => '১৫৩৯ সালে মাল্টা এর নাইট টেমপ্লারস স্পেনের রাজা চার্লস কে একটা সোনার তৈরী ফ্যালকন [একটা পাখির মূর্তি], আপাদমস্তক যেটা আবার দামী পাথরে মোড়া উপঢৌকন পাঠায়। কিন্তু পথিমধ্যে ডাকাতদল এটা লুঠ করে এবং এটা এখন পর্যন্ত একটা রহস্য হিসেবেই আছে ইতিহাসে।

অব্যক্ত ইতিহাস বা লিপিবদ্ধ না এমন ধরনের ইতিহাস বলা যায় এটাকে' এই মুর্তিটিকে নিয়েই আসল কাহিনি। কীভাবে সেটা হাত বদল হয়ে কোথায় পৌছায় সেটা উল্লেখ করা হবে মুভিতে। তবে সেটাই মূল গল্প নয়, গল্পটা হচ্ছে হাত-বদল হবার পরে এটা নিয়ে কিছু মানুষের লোভ-লালসা, সংগ্রহে রাখার দূর্বার নেশা ও তার পরিনতি। স্যাম স্পেড একজন প্রাইভেট ডিটেকটিভ, কেস হাতে নেওয়ার পরে এই মূর্তির পাকে পড়ে সে। খুন হয়ে যায় নিজের সহকারী গোয়েন্দা।

জড়িয়ে পড়ে মিথ্যে মায়াবিনী 'নারী' এর সাথে। মুভির রেটিং দেখলে অন্যকিছু আর দেখার প্রয়োজন পড়েনা কারন আমরা না চাইলেও রেটিং-কে বিশেষ গুরুত্ব দেই। এখানেও তার ব্যতিক্রম হবে না আশা করি। আমি নিজেও শুরু করেছিলাম এই পুরনো মুভিটা রটেন-এ ১০০% রেটিং দেখে এবং নিরাশ হতে হয় নি একটুও। এটা Film-noir গোত্রে পড়া এক অসম্ভব ভাল রকমের ব্ল্যাক ক্রাইম এর মুভি।

গোটা মুভিতে সাসপেন্স এর কোন কমতি পড়বে না। সেই সাথে স্যাম এর ক্ষুরধার চরিত্র, সংলাপ অতুলনীয়। খুব ভাল রকমের অ্যাডাপ্টেশন এটা উপন্যাসটার। স্যামের ব্যক্তিগত-বোধ চরম-রকমভাবে ফুটে উঠেছে এখানে। খুবই ভাললাগার ও পছন্দের একটা মুভি।

ডাউনলোড লিঙ্ক => ৭২০পি ব্লুরে ৭০০মেগা  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।