আমাদের কথা খুঁজে নিন

   

মঙ্গলের শিলা বিশ্লেষণ শুরু করেছে কিউরিওসিটি

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পাঠানো ‘কিউরিওসিটি’ প্রথমবারের মতো লেজার ব্যবহার করে মঙ্গলের শিলাখণ্ড বিশ্লেষণ শুরু করেছে। লেজার রশ্মির সাহায্যে মঙ্গলের ভূপৃষ্ঠে ‘করোনেশন’ নামের একটি শিলাখণ্ড ভেঙে তা বিশ্লেষণ করছে কিউরিওসিটি। কিউরিওসিটিতে রয়েছে অত্যাধুনিক গবেষণাগার হিসেবে খ্যাত ‘কেমক্যাম’ নামের একটি বিশেষ যন্ত্র। রাসায়নিক ও ক্যামেরা যন্ত্রাংশের সমন্বয়ে তৈরি কেমক্যাম শিলাখণ্ডের অণু বিশ্লেষণ করে পৃথিবীতে তথ্য পাঠাবে। গত রোববার ১০ সেকেন্ড সময় ধরে লেজার রশ্মি নিক্ষেপ করে করোনেশনকে ভেঙে ফেলে কিউরিওসিটি।

এরপর লেজারের শক্তি শিলাখণ্ডটির অণুকে আয়নিত উজ্জ্বল প্লাজমাতে রূপান্তরিত করে। নাসার গবেষকেরা এ প্লাজমা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মঙ্গলের মাটিতে অণুজীবের সন্ধান করবেন। কেমক্যাম প্রকল্পের বিজ্ঞানী সিলভেস্টার মরিস বলেন, ‘কিউরিওসিটির লেজার বিশ্লেষণে যে তথ্য পাওয়া গেছে, তা পৃথিবীতে পরীক্ষায় পাওয়া তথ্যের চেয়েও উন্নত। আগামী দুই বছর ধরে এ ধরনের শিলাখণ্ড বিশ্লেষণ করে আমরা গুরুত্বপূর্ণ কিছু আবিষ্কারের আশা করছি। ’ শিলাখণ্ড বিশ্লেষণের কাজ শুরুর প্রাথমিক পরীক্ষা হিসেবে কিউরিওসিটির প্রথমবারের লেজার পরীক্ষা করেছে।

এ পরীক্ষা থেকে প্রাপ্ত তথ্য পরবর্তী পরীক্ষায় কাজে লাগানোর বিষয়ে আশাবাদী নাসার বিজ্ঞানীরা। গবেষকেরা শিলাখণ্ড পরীক্ষার এ পদ্ধতির নাম দিয়েছেন ‘লেজার-ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোকপি’। এর আগে নাসার গবেষকেরা পারমাণবিক চুল্লি বা সমুদ্রের তলদেশের মতো প্রতিকূল পরিবেশের তথ্য-উপাত্ত সংগ্রহে এ পদ্ধতি কাজে লাগিয়েছেন। কিউরিওসিটির ‘কেমক্যাম’ নামের এই বৈজ্ঞানিক পরীক্ষাগার তৈরিতে যুক্তরাষ্ট্রের লস অ্যালামোস ল্যাবরেটরি ও ফ্রান্সের ন্যাশনাল স্পেস অ্যান্ড রিসার্চ এজেন্সির পাঁচ বছর সময় লেগেছে। ৬ আগস্ট মঙ্গলের মাটিতে অবতরণ করে কিউরিওসিটি।

মঙ্গলে অবতরণের পর কিউরিওসিটির সব যন্ত্রাংশ ঠিকমতো কাজ করছে কি না, তা পরীক্ষা করে দেখেছেন গবেষকেরা। প্রথম দিকে মঙ্গলের তেজস্ক্রিয়া মাপতে আর যন্ত্রপাতি ঠিকঠাক কাজ করছে কি না, তা পরীক্ষা করে দেখেতে সময় কেটেছে কিউরিওসিটির। পরে এ যানের সফটওয়্যার প্রতিস্থাপন করেন গবেষকেরা। ১৯ আগস্ট থেকেই অণুজীব অনুসন্ধানে কাজ শুরু করেছে এ রোবোটিক যান। বর্তমানে মঙ্গলের গেইল কার্টারে অবস্থানরত কিউরিওসিটি আগামী দুই বছরে মাউন্ট শার্পের ওপর পৌঁছাতে চেষ্টা করবে।

ডেইলি মেইল। সূত্রঃ প্রথম আলো ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.