সাহারা মরুভূমিতে প্রাপ্ত একটি উল্কার অবশিষ্টাংশকে পৃথিবীতে মঙ্গল গ্রহের পাথরের সবচেয়ে পুরোনো নমুনা বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। নতুন এক গবেষণার ভিত্তিতে তাঁরা বলছেন, ‘ব্ল্যাক বিউটি’ নামের পাথরটি প্রায় ৪৪০ কোটি বছরের পুরোনো। এ গবেষণা প্রতিবেদন নেচার সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক মুনির হুমায়ান। তিনি বলেন, পাথরটি থেকে মঙ্গলের উৎপত্তিকাল ও ইতিহাস সম্পর্কে নানা তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। গবেষণায় দেখা যায়, পাথরটি বিজ্ঞানীদের পূর্বধারণার চেয়ে আরও ২৪০ কোটি বছরের পুরোনো। সম্ভবত পাথরটির উৎপত্তিকালে মঙ্গলের বয়স ছিল মাত্র ১০ কোটি বছর। বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।