আমাদের কথা খুঁজে নিন

   

মঙ্গলের নদী তৈরি লাভাস্রোতে

মঙ্গল গ্রহের প্রাচীন এবং বিশালাকার নদীতলে পানির সন্ধান পেয়েছেন গবেষকরা। এমন এলাকায় রোবট পাঠিয়ে এবং তথ্য বিশ্লেষণ করে পানি থাকতে পারে বলে আশার কথাও শুনিয়েছেন। তবে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষক ঠিক উল্টো এক তথ্য দিয়েছেন। তার মতে, মঙ্গলের নদী পানির বদলে গঠিত হয়েছে লাভার স্তর দিয়ে। খবর হাফিংটন পোস্ট-এর।

টেক্সাস টেক ইউনিভার্সিটি-এর গবেষক ডেভিড লেভেরিংটন জানিয়েছেন, মঙ্গলের নদীতল সহ পুরো পৃষ্ঠে পানির বদলে পাতলা লাভার স্রোত দ্রুতবেগে বয়ে গেছে। এমনটি পৃথিবী থেকে বোঝা সম্ভব নয়। সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গল গ্রহের খাদগুলোতে পানির অস্তিত্ব বিষয়ে নতুন এ তত্ত্ব দিতে উচ্চমাত্রার রেজুলিউশনের ছবি এবং মিনারেলোজিক্যাল ডেটা ব্যবহার করেছেন ডেভিড লেভেরিংটন। গবেষণার ফল প্রকাশিত হয়েছে জিওমরফোলজি সাময়িকীতে। গবেষক ডেভিড লেভেরিংটন আরো জানিয়েছেন, পৃথিবীতে হ্রদ সৃষ্টিতে পানির তোড় বা বন্যা যেভাবে কাজ করে সেভাবেই লাভার বন্যায় সৃষ্টি হয়ে মঙ্গলের নদী, হ্রদ এবং খালগুলো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.