আমাদের কথা খুঁজে নিন

   

মঙ্গলের পথে ভারত

অন্ধ্র প্রদেশের সতীশ ধাওয়ান স্পেস স্টেশন থেকে ১ হাজার ৩৫০ কেজি ওজনের ‘মার্স অরবিটার মঙ্গলিয়ান’ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৮ মিনিটে যাত্রা শুরু করে বলে জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপিয়ান ইউনিয়ন ইতোমধ্যে সফলভাবে মঙ্গলে নভোযান পাঠিয়েছে। চীন ২০১১ সালে মঙ্গলযান পাঠানোর উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের মহাকাশযান কিউরিওসিটি সফলভাবে মঙ্গলের মাটিতে অবতরণ করে, সেখানের বায়ূমণ্ডলে মিথেনের উপস্থিতির কথা জানিয়েছে। কিউরিওসিটির দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলের বায়ূমণ্ডলে মিথেনের উপস্থিতির বিষয়ে অনুসন্ধান করে তথ্য জানাবে মঙ্গলিয়ান।
ক্রাফটটি বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য পাঁচ ধরনের যন্ত্রপাতি বহন করবে। গবেষণার মাধ্যমে মঙ্গলে মর্ফোলজি, মিনারোলজি ও বায়ুমণ্ডলের অবস্থা সম্পর্কে তথ্য দেবে মঙ্গলিয়ান।
ইকোনমিক টাইমস জানিয়েছে, মঙ্গলে এখন পর্যন্ত মোট ৫১টি মিশনের মধ্যে ২১টি সফল হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.