আফ্রিকার সাহারা মরুভূমিতে একটি উল্কা পিণ্ড পাওয়া গেছে। সে উল্কা পিণ্ড থেকে আলো ঝরছে। এটি মঙ্গলের বলে দাবি বিজ্ঞানীদের।
এক বেদুইন ট্রাইবসম্যান গত বছর(২০১২) উল্কাপিণ্ডটি পান। এর ওপর গবেষণা চালান ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ববিদরা।
বুধবার দেশ দুটির ভূতাত্ত্বিকরা বলেন, উল্কা পিণ্ডটি ৪.৪ বিলিয়ন বছর আগের। এটি লাল গ্রহ মঙ্গলের ।
উল্কাপিণ্ডটি স্ফটিকের মত অংশ আছে। যার মধ্যে জিরকন রয়েছে বলে জানায় বিজ্ঞানীরা। আর সে থেকে এর আলো ঝরা।
বিজ্ঞানীরা বলছেন উল্কাপিণ্ডটি সৌরজগত ঘনীভূত প্রথম ধূলিকণা। উল্কা খণ্ডটি সাহারার মরক্কো অঞ্চলের বীর আনজারান এলাকায় পাওয়া যায়।
উল্কাপিণ্ডটির ৪০ মিলিমিটার(১.৫ ইঞ্চি) ৮৪ গ্রাম(২.৯ আউন্স)। যেখানে এইসব ভূপাতিত উল্কা খণ্ড পাওয়া গেছে তার আশে আরও তিনটি উল্কাপিণ্ড পাওয়া গিয়েছিলো। ধারণা করা হচ্ছে এগুলো সেই মঙ্গল গ্রহেরই।
দুদিন মৃত থেকে জীবিত হলো শিশু !
কুকুরের জন্য পেনশন !
কবর প্রথা ভাঙার ঘোষণা জাপান সম্রাটের !
ধর্ষণ মন্তব্যর প্রতিবাদে মিনিস্কার্ট সমাবেশ
রংধনু গাছ
ভারতীয় বিষয়বস্তু বেশি দেখানোয় জরিমানা !
মেরে ফেলো চীনের প্রত্যেককে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।