দুঃখিত, আমি দেবতা নই, আদিম কোনও সাধনার মত প্রাচীন আত্মা হইত... আসলেই দুঃখিত, আমি বাধ্য নই, সূর্যের সাথে যুদ্ধ করতে অবারিত... দুঃখিত, আমি ভেতর থেকেই অন্ধ, যা আমাকে ফেলে দেই নি অপকৃষ্টতার মৃত্যুকূপে..দুঃখিত,আমি নিজের কাছেই,নিজেকে ভোলাতে পারিনা । সম্প্রতি নাসার গবেষকরা জানিয়েছেন, মঙ্গলের মাটির নীচে প্রাণের অস্তিত্ব খুঁজে পাওয়া যেতে পারে। ২০০৫ সালে খোঁজ পাওয়া মঙ্গলের কাদায় থাকা খনিজ গবেষণা করেই গবেষকরা এ তথ্য জানিয়েছেন। খবর হাফিংটন পোস্ট-এর।
নাসার গবেষণায় দেখা গেছে, পানি এবং পাথরের সঙ্গে বিক্রিয়া করে তৈরি হয় মঙ্গলের মাটির নীচের কাদা।
গবেষকরা বলছেন, এ পরিবেশ প্রাণের উদ্ভবের জন্য অনুকূল।
গবেষকরা মঙ্গলের ৩৫০টি এলাকার মাটির নীচে এমন কাদার অস্তিত্ব পেয়েছেন। কিন্তু মঙ্গলের পৃষ্ঠ পানি ধারণের উপযোগী নয় বলে পৃষ্ঠে কোথাও এমন কাদার অস্তিত্ব নেই বলেই গবেষকদের মত।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার সাময়িকীতে ।
মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা পরীক্ষা করতে নাসা আবারও রোবট পাঠাচ্ছে।
‘কিউরিসিটি’ নামের এ রোবটটি ২৫ নভেম্বর মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করবে। এদিকে, বর্তমানে মঙ্গলের বুকে ‘অপুরচুনিটি’ নামের রোবটটি কাজ চালিয়ে যাচ্ছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।