আমাদের কথা খুঁজে নিন

   

--ছোটবেলা বনাম বুড়াবেলা---

তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, উকি মারে আকাশে..............!!! কলেজ জীবনের কথা । বি এ এফ শাহীন কলেজে পড়তাম । বাসা ছিলো নেভী কলোনীতে । কলেজ থেকে ছুটির পর আমরা কয়েক বন্ধু এক সাথে আসতাম । কলোনীতে ঢোকার আগে পাশের নিচু জায়গায় অল্প পানির ভিতর প্রায় ই কিছু ছোট ছোট ছেলেদের ন্যাংটা হয়ে গসল করতে দেখতাম । ওদেরকে দেখলেই আমি সুমন কে বলতাম - 'দেখ, দেখ, তোর ছেলেবেলা । " সুমন তখন বলার কিছু খুজে পেতো না । আর আমরা হাসাহাসি করতাম । তো এইভাবে কয়েকদিন চলার পর একদিন সুমঙ্কে অই কথা বলার পর সে বলে উঠলো- "হ্যাঁ, এইটা আমার ছেলেবেলা আর তোর বুড়াবেলা । ছোটবেলায় তো সবাই ল্যাংটা থাকে, বুড়াবেলায় আর কয়জন এভাবে থাকে !!" তার আকস্মিক এ বুদ্ধিদীপ্ত প্রত্যুত্তরে আমরা সবাই লা-জওয়াব হয়ে গেলাম !! এই জন্যই তো এক ওভারের সব বল ই গুড লেংথে দিতে হয় না!! ব্যাটস্‌ম্যান লাইন বুঝে গেলে সময় পেলেই কোপা সামসু করে দিবে !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।