আমাদের কথা খুঁজে নিন

   

আমার ছোটবেলা ২

বন্ধু হতে এসেছি স্কুলে যাবার আগে চুল বেণি করা নিয়ে প্রতিদিন চলতো এক নাটক আমার বাসায়।আমি চাইতাম চুলে রাবার ব্যান্ড পরে দৌড় দিতে।কিন্তু আম্মু আমাকে ধরে বেধেঁ বেণি করে তবেই ছাড়তেন।আর বেণি করার জন্য তেল,পানি,চিরুণি,আমলার তেল,বিশেষ কি এক ঔষধ ( চুল কালো করার জন্য)নিয়ে এলাহি কারবার।আমিতো কেদেঁ ফেলতাম আর আমার ভািয়াটা করতো কি মুচকি হেসে এসব আম্মুকে এনে দিতো আর আমার কান্না দেখে মুচকি মুচকি হাসতো আয়নায় তবে ভাইয়া যখন প্রতিদিন জুতার ফিতে বাধাঁ নিয়ে বিপদে পড়তো আর আম্মুর কানমলা খেতো তখন আমি খুশি হয়ে যেতাম আমি কতো করে পাজিটাকে বলতাম ভাইয়া আয় তোর হাত ধরে মিনা রাজুর মতোন স্কুলে যাই।কিন্তু ঐ দুষ্টু টা আমাকে ফেলে দিতো ছুট মাঝে মাঝে যখন বেশি দুষ্টামি করতাম আম্মু মার দেবার জন্য লাঠি নিয়ে ভয় দেখাতেন আমি তো ভয়েই কেদেঁ ফেলতাম আর ভাইয়া করতো কি একটা টুল নিয়ে দরজা খুলে এক দৌড়ে আব্বুর কাছে।আব্বুর হাতের আন্গুল ধরে যখন পাজিটা বাসায় আসতো তখন হয়তো দেখা যাচ্ছে আমি কাদঁছি ভে ভে করে ভাইয়াটা এসে আমার সামনে হাত তালি দিয়ে মাটিতে শুয়ে গড়াগড়ি খেতো খুশিতে আমিও কম যেতাম না মাঝে মাঝে আচড়ে খামচে এক করে দিতাম মাঝে মাঝে আমি,আব্বু,আম্মু আর ভাইয়া মিলে বাসার ছাদেঁ পিকনিক করতাম।আমি আম্মুর সাথে রান্না করতাম আর রান্না ভালো হলেও ভাইয়াটা শুধু আমাকে পচাঁতো।আব্বু ভালো হয়েছে বললেও ভাইয়া বলতো নাকি মুখেই দেওয়া যাচ্ছে না অথচ প্লেটের পর প্লেট খেয়ে ফেলতো বদমাশ টা ঐসব দিন গুলো এখনো খুব মিস করি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।