আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ছোটবেলা

..................... গতকাল ফেইসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। স্ট্যাটাসটা ছিল অনেকটা এরকম, "আমার ছোটবেলায় একটা সমস্যা ছিল, এটা হয়তো অনেকেরই থাকে, তা হল একটা জিনিসের নাম এমন কিছু বলা যার সাথে বাস্তবের কোন মিলই নাই! যেমন আমি চিরুনিকে বলতাম “মাথাস”, আপনারাও নিশ্চয়ই এরকম কিছু বলতেন?তো আজকে হয়ে যাক সেই ছোট্টবেলার অদ্ভুত শব্দগুলার স্মৃতিচারণ..." আশাতীত সাড়া পেয়েছিলাম পোস্টটায়, সেখান থেকে কিছু অদ্ভুত শব্দ আজকে আপনাদের সাথেও শেয়ার করতে চাই। কিছু কিছু দেখলাম মোটামোটি কমন। যেমন পানিকে “মাম” বলা, এটা অনেককেই বলতে শুনেছি। কিন্তু, বাঘ কে “কুতু” বল কে “গিব্বু” ফুপু কে “চিপা” গাড়ির টায়ারকে “ইলাক্কা” সেবক কে “ভেব্বস” পাউডার কে “পালপাউ” কলা কে “ভালো” (তাইলে ভালো কে কি বলতো??) এল এম এন ও পি কে “এনোমেনোপি” বেবি লোশন কে “লেবাস্টোন” মাংস কে “গামগুম” বাথরুম কে “বাপ্পন” সেমাই কে “টুনটি” স্যাভলন কে “পুনো” মুরগী কে “বেলাপিস” হাঁস কে “বাপিস” খোদাহাফেজ কে “খোপায়েস” নারিকেল কে “এনেন” জেনারেটরকে “ঘুতুংঘুতুং” মাছ কে “হাপ্পাকি” চামচ কে "চাচিম" এগুলা অসাধারণ ছিল!! এরমধ্যে কয়েকজন আবার কিছু ঘটনাও পোস্ট করেছিলো। যেমন, *আমার বোন একবার চিৎকার করে কান্না,"আগুন, আগুন"। আমরা কেউ বুঝিনাই।ও তারপর কাঁদতে কাঁদতে পা দেখায় বলে "আগুন, আগুন", তাও বুঝিনা, শেষে আব্বু বুঝছে যে ওর পা ঝিন ধরেছে। *ছোটবেলায় সবাইকেই খুব সম্মান করে কথা বলতাম, যেমন দুইজন কুকুর। *ছোটবেলায় একবার লাফালাফি করতে গিয়ে খাটের সাথে গুঁতা খেয়ে ন্যাথা পেয়েছিলাম, আমার আড়াই বছরের ভাই খুব গম্ভীর হয়ে আমাকে জিজ্ঞেস করে, " কত পাইসো গুঁতাসে?"মানে হল, গুঁতা খেয়ে কত ব্যাথা পাইসো?"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।