I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself.
এত ব্যস্ত থাকি বাচ্চাদের নিয়ে! সকাল থেকে বড়টাকে স্কুলে পাঠানোর preparation, তার নাস্তা খাওয়া নিয়ে রীতিমত যুদ্ধ করতে হয়। বাবার সাথে সে বের হয়ে যায় তারপর শুরু হয় ছোটটার পালা। ওর খাওয়া গোসল সারতে সারতে-ই ছুটা বুয়া.... আবার বড়টাকে আনতে যাওয়া, স্কুলের অভিভাবক মহলে আড্ডা...
আজকে কথা হচ্ছিল বাচ্চার স্কুল change করা নিয়ে। এখনকার স্কুলটা শুধু ভাল বললে কম বলা হবে,বেশ ভাল। কিন্তু ultimately আমার মেয়ে কি এই English medium school-এই পড়বে? মিডিয়াম নিয়ে আমার তেমন আপত্তি নেই,তবু-ও কোথায় জানি খচখচ করে মনের মধ্যে।
আমার নিজের স্কুলের সাথে ঠিক মেলাতে পারিনা। কোথায় সেই বিশাল খেলার মাঠ?বৃত্তি পরীক্ষার প্রস্তুতি,বছর জুড়ে sports, debate, wall magazine, music, science fair, টিফিন পিরিয়ড এ জুনিয়র সিনিয়র সবাই মিলে চি-বুড়ি খেলা..হা-ডুডু, ইচিং-বিচিং..বছর শেষে অনেকে ঘটা করে annual cultural function, যেখানে প্রথম সারির বাচ্চাদের বাবা-মা কে specially সামনের সারিতে বসানো হতো,আর বাচ্চারা তাদের সারা বছরের পড়াশুনা, cultural, sports,সব performance এর জন্য সেইদিন পুরস্কার পেত..
আরও ভাল লাগত যখন প্রাইমারি ক্লাসে থাকতে টেন-নাইন এর ছাত্রীদের দেখতাম,স্কুল ক্যাপ্টেন কে দেখে মনে হত তারা কত্ত বড়!!কখন আমি-ও এত বড় হব?আমাদের স্কুলের লাইব্রেরির বই এর সমরোহ..অন্যরকম ব্যাপার সেপার, কী না ছিল, সেখানে!লাইব্রেরি পিরিয়ড এ পাগল হয়ে যেতাম, কোন বই ফেলে কোনটা পড়ব!!
আমার মেয়ে র স্কুলের চারটা location.ধানমন্ডিতেই চারটা বিল্ডিং,চার জায়গায়। সিনিয়র জুনিয়র এর দেখা সাক্ষাত হবে কিভাবে?বৃত্তি পাওয়ার পর যে ফ্রী বেতন, তার আনন্দ সে কখনও বুঝবে?স্কুল কম্পাউন্ডের ভেতর বিশাল বড় মাঠে খেলা, annual sports competition এর স্বাদ সে কখনও পাবে?
শংকার কথা, আমার মেয়ে national curriculam এর স্কুলে চান্স না পাওয়ার সম্ভাবনাই বেশি। আমার বান্ধবীর মেয়ে ক্লাস ওয়ান এর admission test এর প্রস্তুতি হিসেবে পুরা ক্লাস ওয়ান এর syllabus-ই টিচার এর কাছে পড়ে ঘরে বসে আগাম শেষ করে ফেলেছে,এখন চান্স পাওয়ার পর সে মহা বিরক্ত কারন ক্লাসে যা পড়ায় তা সে আগে থেকে-ই জানে।
আমার ছোটবেলা র মতো ছোটোবেলা আমার মেয়ে পাবেনা, সেটা আমি জানি।
তবুও যতদূর সম্ভব similarity রাখার চেষ্টা করি। আমার মা আমার ছোটোবেলার স্মৃতির বিশাল জায়গা জুড়ে আছে, আমি ও চাই আমার মেয়ের বেলায় তাই হোক। হাত বাড়ালেই যেন সে তার মায়ের গায়ের গন্ধ পায়..
কিন্তু এই চার দেয়ালের বহুতল Apartment এ কৈ পাবে সে খেলার মাঠ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।