আমাদের কথা খুঁজে নিন

   

দিকে দিকে উঠেছে রব, এবার হবে পাকিস্তান বধ (মজাদার ফটো ব্লগ। পৈশাচিক বিনোদন নিশ্চিত)

পেতে চাই সত্যের আলো, হতে চাই বিশ্বাসীদের একজন শুরু করি এক ছোট ভাইয়ের স্ট্যাটাস দিয়ে। অর স্ট্যাটাসটা এরকমঃ ছোটবেলায় মা যখন শিখাতো বনের রাজা সিংহ, আমি সব সময় মাকে জিজ্ঞেস করতাম... কেন?? বাঘ তো বেশি হিংস্র। বনের রাজা তো বাঘের হওয়ার কথা। মা মুচকি করে খালি হাসত। আজকেও মাকে জিজ্ঞেস করলাম...মা,এখন বলতো কে রাজা?? বাঘ নাকি সিংহ...?? আজকেও মা সেই মিষ্টি মুচকি হাসিটা দিল.......... আহা।

কি চমৎকার স্ট্যাটাস। বনের রাজা সিংহ হোক আর হাতীই হোক তাতে আমাদের কিছু যায় আসে না। কেননা আমরা এখন বলে কয়ে জিতি। বাংলাদেশের জয় এখন আর কোন আপসেট নয়, বরং স্বাভাবিক ঘটনা। তো আসুন দেখে আমাদের আজকের বিজয়ের নায়কদেরঃ আজ ছিল তামিমের জন্মদিন।

জন্মদিনে এর চেয়ে ভাল উপহার আর কি হতে পারে? ম্যান অফ দ্যা ম্যাচ যথারীতি আমাদের সাকিব। আমাদের দুই ফিনিশারঃ আর যার কথা বিশেষভাবে বলতে হয় সে হচ্ছে নাজমূলঃ এইবার আসি তথাকথিত বিশ্বচ্যাম্পিয়ানদের কথায়ঃ কেননা চৌধুরী সাহেব, বিশ্ব-চ্যাম্পিয়ান হলেই এশিয়া কাপের ফাইনালে উঠা যায় না আর সবার শেষেঃ খোকা ঘুমালো পাড়া জুড়ালো বাঘ এলো দেশে, ভারত খেয়েছে লংকা খেয়েছে পাকি খাবে শেষে!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.