আমাদের কথা খুঁজে নিন

   

মুজিবের মুক্তি চাই

অনেকে সুকৌশলে আজকে প্রশ্ন তুলছে শেখ মুজিবকে কেন মুক্তিযোদ্ধারাই হত্যা করেছে?তারা আরও বলতে চায় মুজিব হত্যাকারীরা ছিল সব হাই প্রোফাইল্ড আর্মি অফিসার,মুক্তিযুদ্ধে তাদের রয়েছে বীরত্বপূর্ন অবদান ...সহ আরও নানা ধরনের তথ্য উপাত্ত। এই শ্রেণীটা খুবই সুকৌশলে মুজিবের হত্যাকান্ডকে হত্যাকারীদের পূর্ব কৃতিত্ব দিয়ে লিগালাইজড করতে চায়। এরা স্বাধীনতা পরবর্তী মুজিবের কিছু ভুলকে হত্যাকান্ডের কার্যকারন হিসেবে প্রচার করতে চায়। এদের কাছ থেকে সাবধান থাকুন। শেখ মুজিবকে যেভাবে সপরিবারে হত্যা করা হয়েছে,তা ছিল ভয়াবহ নৃসংসতা।

একজন মানুষ হিসেবেই আমাদের ধিক্কার জানাতে হবে এই হত্যাকারীদের,তা আপনি যে দলেরই সমর্থক হোন না কেন। শেখ মুজিব সারা বাংলার। আওয়ামী লীগ শেখ মুজিবকে দলীয় আবহে কুক্ষিগত করে রেখেছে বলেই যে আওয়ামীলীগের সমালোচনার সাথে সাথে শেখ মুজিবের ও অনায্য সমালোচনা করতে হবে তা নয়। রাষ্ট্র পরিচালনায় শেখ মুজিবের কিছু ভুল ছিল,তার ভুলগুলোকে মানবীয় ভুল হিসেবেই বিবেচনা করা উচিত আমাদের। সমালোচনাও করতে হবে কিন্তু সেটা যেন হয় যৌক্তিক।

একটা কথা আমাদের ভুলে গেলে চলবে না যে,মুজিবকে ছোট করে জাতি হিসেবে আমরা কখনো বড় হতে পারব না। শোকের দিনে একটাই দাবি ,মুজিবকে দলীয় খোলস থেকে মুক্ত করা হোক। মুজিবের মুক্তি চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।