আমাদের কথা খুঁজে নিন

   

মুজিবের জন্য



১ বাংলার প্রকৃতিতে তুমি নৈসর্গিক ফুল গাছে গাছে তোমারই অক্সিজেন সব গাছ কেটে ফেলার শক্তি কারও কি আছে? ইতিহাসে যাদের অবদান রয়েছে পরিমাণে একচুল তারাও সম্মান পাক, সব গিলে খেতে চায় কোন্ রাক্ষুসী মাছে? অন্যের যাত্রা ভঙ্গ করে নিজেরই কেটে নাক! ইতিহাস জানে মুক্তিযুদ্ধের সব তথ্য-সংবাদে তুমিই মূল। ২ বাংলার বায়ুজল তোমারই বীরত্ব ও ভূমিকার প্রশংসা করে অবিরল! সব বায়ুজল টেনে নিতে পারবে না কেউ পায়ে দিয়ে ক্ষমতার মল। ৩ কয়েদখানার ভেতর থেকেও মানুষের রয়েছে কালজ্ঞান ইতিহাসেরও রয়েছে সংবোধ। নত না হওয়ার গৌরবে - তোমার প্রাণদান! কী মহান! সেটা বোঝে না শুধুই নির্বোধ। অকৃতজ্ঞ ও কপটেরা করেনা তোমার ঋণশোধ! ৪ বাংলার সবখানে রয়েছে তোমার পদচিহ্ন যে পথ দিয়ে যাই - সে পথে তোমার স্পর্শ পাই তোমার মূলভূমিতে আমরা অভিন্ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।