আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্গ সুখ

জীবন নিংড়ানো রস ! তিক্ততায় ভরা !!! অনেকটা পথ চলেছি কিনা জানিনা, আর কতটুকু চললে স্বর্গের কাছে চলে যেতে পারব তাও জানিনা। কিন্তু জীবনের এ বেলায় আমি ক্লান্ত! মনে হচ্ছে শত-সহস্র বছর ধরে আমি হাটছি। এ চলা স্বর্গের জন্য নয়, এ চলা চলতে হয় তাই চলছি। শুনেছি অনেকটা পথ হাটলে নাকি স্বর্গে যাওয়া যায়??!! -আমি বিশ্বাস করিনা! -আমি বিশ্বাস করিনা!! এ জীবনের খুব শুরু থেকেই তো হাটছি কই এখনও তো স্বর্গের সু-বাতাস পাইনি?? যতই হাটছি ততই নরকের চিৎকার স্পষ্ট থেকে স্পস্ততর হচ্ছে! সবাই যেখানে স্বর্গের জন্য হাটে সেখানে আমি কিছুই চাই না তাই বলে নরক কেন আসন্ন হবে?? তোমরা বলবে চলতে থাকো, হাটতে থাকো অসীমের পথে স্বর্গের দেখা পাবেই। -আমি বলি অসীমের সংজ্ঞা আমার জানা আছে এটা মিথ্যে, এটা প্রহশন।

আমাকে হাটিয়ে নেয়া এটা মিথ্যে সান্ত্বনা। -কেন!! তোমরা আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ? আমি না হাটলে কি এমন ক্ষতি? -তোমরা ছুট স্বর্গপানে আমি চাই না কিছু!! স্বর্গ সুখ আমার জন্য নয়। আমি যে জন্মেছিলাম বদ-নসিব নিয়ে!! তাই তোমরা আমাকে আর ঠকিয়োনা, ফের চলার কথা বলনা। কত মানুষকে দেখেছি কিছু দূর হেটে পেয়েগিয়েছিল স্বর্গ সন্ধান। স্বর্গীয় বাতাসে প্রাণ জুড়িয়েছিল।

তোমারা বলবে তারা বিশ্বাস করত তাই তারা পেয়েছে আর আমি বিশ্বাসী নই তাই পাইনি!! নিজেকে বিশ্বাস করানো জন্য তোঁ অনেক হাটলাম কই পাইনি তো?? আমার জন্য আসলে কিছুই নয় তা কেন ভুলে যাই   ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.