ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। একটু বড় হয়ে এর সাথে যুক্ত হ’লো পড়া ও লেখালেখি, তারপর ফোটগ্রাফি।
স্বর্গ লাভের ইচ্ছে থাকে সবার, তবে ইহকালে এমন কোন পূন্যকাজ করিনি যে স্বর্গপ্রাপ্তি নিশ্চিত হবে। তাই দুধের স্বাদ ঘোলে মেঠানোর মতো মর্ত-স্বর্গ তথাপি ভূ-স্বর্গ দর্শনের দূর্বার ইচ্ছে বাস্তবায়ন করলাম গেল সেপ্টেম্বর-অক্টোবর মাসে। বিদেশ তো বটেই, তার উপর ঝুঁকি-বহুল এলাকা কাশ্মির।
যেখানে প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনা বা সস্বস্ত্র হামলা ঘটছেই। তবুও ভূ-স্বর্গ বলে কথা। কলকাতা থেকে দুরপাল্লার যেকোন ভ্রমনকে আরামদায়ক ও ইকোনমি করতে ট্রেনই হলো সবচে' সুবিধাজনক। অন্যান্য রুটে অনেক ট্রেন থাকলেও জম্মু অবদি শুধুমাত্র দুটি ট্রেনই আছে। তার মধ্যে সবচে' ভালো আর অপেক্ষাকৃত কম সময় নেয় হিমগিরি এক্সপ্রেস।
এবং সপ্তাহে মাত্র তিনদিন চলা এই ট্রেনের টিকেটও অনেকটা সোনার হরিণের মতো। যাই হোক একটু আগেভাগে প্ল্যান করাতে প্রায় দেড়মাস আগেই এসি টু-টায়ারে চারটি টিকেট পেয়ে গেলাম......চলবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।