আমি অনেক কিছু জানতে ও শিখতে চাই
ব্লগে কিছু বিষয় নিয়ে প্রচন্ড বাক-বিতন্ডা........কোন কিছু লিখতে ইচ্ছে করেনা.........নতুন ব্লগার .....আশা নিয়ে এখানে এসেছিলাম যে মাতৃভাষায় সারা দুনিয়ার মানুষের সামনে কিছু লিখবো..........কিন্তু এসব দেখে খুব কষ্ট লাগে.....আমার এসব মজা লাগেনা......কিছু লিখতে ইচ্ছা করছিলনা তবুও একটা গল্প না লিখে পারলাম না.......
জাপানের এক বিখ্যাত যোদ্ধা। সেনাবাহিনীর প্রধান... জাপানে বীর যোদ্ধাদের সামুরাই বলে। অনেক যুদ্ধ জিতে অনেক পুরষ্কার করে হঠাৎ তার মনে স্বর্গ ও নরক সর্ম্পকে প্রশ্ন জাগলো। সে গেল জাপানের এক সুখ্যাত সন্ন্যাসী ধর্মবেত্তার কাছে। দিব্যকান্ত সে সুপুরুষ দেখে সন্ন্যাসীকে তার পছন্দ হলে।
কিন্তু সে তো সামুরাই..সে তার স্বভাব সুলভ ভঙ্গীতেই প্রশ্ন করল...সেই দিব্যকান্ত পুরুষ সন্ন্যাসী...দেখুন আমাকে সবাই বীর বলে অনেকে পুরষ্কৃত করেছে। আমি অনেক যুদ্ধ করেছি এবার আমি একটু আধ্যাত্নিক জ্ঞান চাই। আমাকে আপনি স্বর্গ ও নরক সর্ম্পকে বলুন। দিব্যকান্ত পুরুষ সামুরাইয়ের দিকে স্মিত হেসে বললেন হে বীর এসব আপনি বুঝবেন না........আপনি বীরপুরুষ আপনি যুদ্ধই করুন। এই কথা শুনে তো সামুরাই গেল বেশ রেগে...কি আমি এতো বড়ো বীর আমি কিনা এসব বুঝবোনা..? স্বভাবসুলভ ভঙ্গীতে সে তার তলোয়ার বের করে সেই সন্ন্যাসীকে মারতে গেল.....সন্ন্যাসী একটুও ভয় না পেয়ে প্রশান্তভাবে স্মীত হেসে বললো হে সামুরাই আপনি নরক সর্ম্পকে জানতে চেয়েছিলেন না..? এই যে আপনি অহং ও ক্রোধে অন্ধ হয়ে আমাকে মারতে এলেন এটাই নরকের স্বরুপ।
সামুরাই সাথে সাথে তার ভুল বুঝতে পারলো সে লজ্জিত হয়ে ক্রোধ সংবরণ করে তার তলোয়ার খাপে ঢুকিয়ে রাখলো। এবার সন্ন্যাসী স্মীত হেসে বললো হে সামুরাই আপনি স্বর্গ সর্ম্পকে জানতে চেয়েছিলেন.....এইযে আপনি আপনার ভুল বুঝতে পেরে ক্রোধ সংবরণ করে প্রশান্ত হলেন এটাই স্বর্গ..................
(গল্পটা হয়তো অনেকেই জানেন...যারা জেনেও আবার পড়লেন তাদের ধন্যবাদ)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।