আমাদের কথা খুঁজে নিন

   

কাঁদো বাংলা কাঁদো

কাঁদো বাংলা কাঁদো… (১৫ আগস্ট,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি) ডা.সুরাইয়া হেলেন বাংলা,প্রতিদিন ভোরে তোমার সূর্যালোকের সম্ভাষণে জেগে উঠে চোখ মেলে পৃথিবী দেখি আমি ! আজ তার ব্যতিক্রম !একটুও চমকাইনি আমি ! আজ যে ১৫ই আগস্ট,শেষ শ্রাবণের দিন ! আমি জানি,দু’চোখ ভরে আজ কাঁদছো তুমি ! আজ তোমার ভালোবাসা থমকে যাবার দিন, আজ তোমার প্রিয়াকে ভুলে যাবার দিন, আজ তোমার কাঁদবার দিন ! “কাঁদো বাঙ্গালী কাঁদো”!১২কোটি বাঙ্গালীর সাথে একাত্ম হয়ে ‘কাঁদো বাংলা কাঁদো’ তুমিও আজ ! আজ শেষ শ্রাবণের আকাশ কাঁদছে,কাঁদছে বাতাস, কাঁদছে বাংলার গাছ-মাটি,ফুল-পাখি,পাহাড়-অরন্য, নদী আর সমুদ্র কেঁদে কেঁদে হচ্ছে মহাসমুদ্র ! “যতদিন রবে পদ্মা,মেঘনা,গৌরী,যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবর রহমান !” পদ্মা-মেঘনা-যমুনা শুকিয়ে শীর্ণা,জেগে উঠছে চর, তাই বুঝি এই শোকের মাসে শ্রাবণের আকাশ কেঁদে কেঁদে আবার বহমান করে এই পদ্মা-মেঘনা-গৌরী-যমুনা ? কবির কথার বিরোধিতা করে তবুও বলবো আমি, ‘যদি নাইবা রয় পদ্মা-মেঘনা-গৌরী-যমুনা বহমান তবুও রবে কীর্তি তোমার শেখ মুজিবর রহমান !’ বাংলা,তুমি বড় ভাগ্যবান দেশ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীর জন্মস্থান,এই বাংলা ! মধুমতি আর বাইগা আজ দজলা-ফোরাত, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বিশাল কারবালা প্রান্তর ! “হায় হোসেন,হায় হোসেন” ছাপিয়ে উঠছে, “শোন একটি মুজিবরের থেকে,লক্ষ মুজিবরের ধ্বনি প্রতিধ্বনি/আকাশে বাতাসে ওঠে রনি,বাংলাদেশ আমার বাংলাদেশ !” “হায় মুজিব,……….হায় মুজিব,……………!” আর কত,আর কতবার ফিরে ফিরে আসবে সীমার-এজিদ? আর কত নিধনযজ্ঞে আত্মাহুতি দেবে হাজার বছরের শেষ্ঠ মহামানবেরা,নক্ষত্রের পতন “শেখ মুজিব”….! “কাঁদো বাংলা কাঁদো”,আজ কোটি বাঙ্গালীর সাথে তোমারও যে কাঁদবার দিন ! আজ তোমার ভালোবাসা থমকে যাবার দিন, আজ তোমার প্রিয়াকে ভুলে যাবার দিন !”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.