আমার জীবনের হিরো আমি হতভাগা বার্সা শেষ...কবুতর মেসি ফান্দে পরিয়া কাদে...চেলসি হাসে... আমার অপেক্ষা শেষ ------------------------------------------- রেফারী লম্বা বাশি বাজিয়ে জানিয়ে দিলেন খেলা শেষ খেলা শেষ... বার্সা শেষ...মেসি কাদে...চেলসি হাসে... হাত-পা হান্যান্ডই সব লেগ মিলিয়ে চেলসি ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে চলে গেল ফাইনালে.।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।