আমাদের কথা খুঁজে নিন

   

কাঁদো মা কাঁদো..



মাগো.. ভাবনা কেনো আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু বিপদ এলে আমরা যেন লড়তে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি...... আসলেই কি? আজ দেশে যখন দুর্যোগের ঘনঘটা..... শাসন ব্যবস্থা টালমাটাল....গনতেন্ত্রের ত্রাহি চিৎকার আকাশে বাতাসে.... মানুষের মৌলিক অধিকার ভুলুন্ঠিত.... রাজনীতিবিদদের অপশাসনের দায় নিয়ে তারাও নিরব.. কে দেবে আশা.. কে দেবে ভরসা..... ৪৫ টাকা কেজি চাল খেয়েও আমরা প্রতিবাদ করতে পারিনি... আমিও না.. তাইতো বলি..... একি মা... তুমি কি কাঁদছ!!! তবুও তো তোমার হিজড়ে ছেলেরা আজো যে জাগছে না... দু:শাসন আর কাকে বলে? ... আর কত অত্যাচার আর লাশ হলে জাগবো আমরা... অসহায় আত্মসমপর্ন আর ধৈর্যের ব্যবধান কে ঘুচাবে??? নীরব দুর্ভিক্ষে সাধারনের কাতরানো শুনে তুমি কাঁদছ? কাঁদো মা কাঁদো.. তোমার চোখের নোনা জলে যদি ধুয়ে মুছে পবিত্র হয় জমিন.. আমাদোর ভীরু অন্তর সুশিল আর আমলাতন্ত্র আর ভেক ভদ্রতার মুখোশ খুলে আবার জাগিয়ে দিতে জাতিকে আনো নূহের প্লাবন---কাঁদো মা কাঁদো..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.