টিপাইমুখে বাঁধ হবেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদীর পানিবণ্টন চুক্তি স্বাক্ষর হলে এ প্রকল্পের কাজ শুরু হবে। এ দাবি ভারতের সাবেক পানিমন্ত্রী সন্তোষ মোহন দেবের। তিনি বলেন, টিপাইমুখে বাঁধ প্রকল্প নিয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং টিপাইমুখে বাঁধ না দেয়ার কোনো প্রতিশ্রতি দেননি।
বাংলাদেশের ক্ষতি হয় তেমন কিছু করা হবে না বলে শেখ হাসিনাকে জানিয়েছেন মনমোহন। সাক্ষাৎকারে সন্তোষ দেব আরো বলেন, পানি সম্পদমন্ত্রী থাকাকালে আমিও ক্ষতিকর কিছু করা হবে না বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছিলাম। তার মানে এই নয় যে, ভারতের টিপাইমুখ বাঁধ প্রকল্প বাদ হয়ে গেছে। শেষ পর্যন্ত বরাক নদীর ওপর এ বাঁধ হবেই।
শেখ হাসিনার সঙ্গে মনমোহনের কী কথা হয়েছে তা কেউ জানে কি না সে প্রশ্ন তুলে তিনি বলেন, শেখ হাসিনা টিপাইমুখ বাঁধ নিয়ে তার দেশের মানুষের উদ্বেগের কথা জানান।
মনমোহন তাকে কথা দেন, টিপাইমুখে ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হয়।
এর মানে এই নয় যে, টিপাইমুখ প্রকল্প প্রত্যাহার করে নেয়া হয়েছে।
সূত্রঃ Click This Link
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে অশ্বডিম্ব পেড়ে আসলেন কেন? উনি কেন মুখ ফোটে বলতে পারলেন না, টিপাইমুখ বাঁধ নির্মান না করতে। ভারতে সেই কথা না শুনলে ভারতের অনেক দিনের চাহিদা বাংলাদেশের বন্দর ব্যবহার, ট্রানজিট ইত্যাদি না দিলেই হত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।