আমাদের কথা খুঁজে নিন

   

কাঁদো বাঙ্গালি কাঁদো

আবারও ঘুরে এলো বাঙ্গালির শোকের মাস। সমগ্র বাঙ্গালি জাতি যেন কাঁদছে পিতা,মাতা,ভাই,বোন হারানোর দুঃখে। যে মানুষটি তাঁর সমস্ত জীবনটা এদেশের মানুষের জন্য উৎসর্গ করলেন এদেশের মানুষের জন্য,নিজের সুখ-দুঃখের কথা একবারও চিন্তা করেননি,জীবনের অধিকাংশ সময় এদেশের মেহনতী মানয়ষদের জন্য কারাগারে কাটিয়েছেন,যাঁর জন্য আমরা একটা স্বাধিন দেশ পেয়েছি-তাঁকে এদেশের কিছু কুলাঙ্গার কুকুরের বাচ্চারে এ কি করেছিল! ফারুক-রশীদ গংরা বাঙ্গালী জাতির পিতা ও তাঁর পরিবারকে শুধু হত্যা করেনি,হত্যা করেছে একটি দেশকে। একটা জাতিকে। এই হত্যাকরীরা এতই পিশাচ যে, একটি ছয় বছরের শিশু ও একজন সন্তানসম্ভবা নারীকেও হত্যা করতে তাদের হাত একটুও কাঁপেনি।

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করে খুনিচক্ররা চেয়েছিল তারা এদেশকে আবার পাকিস্তান বানাতে। বাঙ্গালী জাতীয়তাবাদকে আবার ধ্বংস করবে। মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে। কিন্তু তারা তা পারেনি। স্বৈরশাসক জিয়াউর রহমান এসব খুনীদের কোটি কোটি টাকা উপহার দিয়ে ও বিদেশে কুটনৈতিক নিয়োগ দিয়ে প্রমাণ করেছে,সেও এই হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত।

বঙ্গবন্ধু এদেশ তোমাকে ভুলে নাই। কখনও ভুলতে পারেনা। এদেশের কোটিকোটি মানুষ তোমার আদর্শে আদর্শিত। তোমার দেশপ্রেমে উদ্ভুদ্ধ। তোমার আন্দোলন-সংগ্রাম দেখে এ পৃথিবীর সমস্ত নির্যতিত-নীপিড়িত মানুষ সংগ্রাম করছে।

বর্তমান সরকারের কাছে আমাদের এই দাবী বঙ্গবন্ধুর পলাতক খুনীদের অতিসত্বর দেশে এনে যেন প্রকাশ্যে ফাঁসী দেয়ার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.