একজন নিরাপদ ব্লগার
৭৫ এর অনেক পরে আমার জন্ম তাই ইতিহাস নিয়ে কিছু লিখতে বা বলতে চাই না। গত ক'দিন ঢাকা শহরে যারা রাস্তায় বের হয়েছেন তারা নিঃশ্চয় খেয়াল করেছেন হাজার হাজার পোস্টার লিফ্লেট ব্যানার...অনেক জায়গাতে পড়ে দেখলাম লেখা আছে কাঁদো বাংগালী কাঁদো, কিংবা বংগবন্ধুর বাংলাতে রাজাকারদের ঠাই নাই।
আজকে বাংগালী কাঁদবে, না কোটি টাকার ফেস্টিভ করবে? রাস্তার মোরে মোরে সামিয়ানার নিচে জবাই হবে গরু।এ উপলক্ষে কোটি কোটি টাকার মারিং কাটিং ও হবে হয়তো। আরে সে তো আমাদেরই টাকাতে তাই না?
এ টাকাটা জনগনের কল্যানে ব্যয় করলে হয়তো সাধারণ মানুষের কিছুটা কাজে আসতো। হয়তো সেটাই শোকে জাগ্রত বাংগালীর করণীয় ছিল।
কষ্ট লাগে হাসিনাকে খুশি করতে এত কিছু করে সবাই...নাকি এ শুধুই রাজনীতি? বাংগালীর কান্না ছারা তো আসলেই কিছু নেই। আজ সব হবে। অনেক স্মৃতি চারনা, মিডিয়া গুলোও অনেক নাচবে...
বংগবন্ধু তোমার চেতনা হয়তো কারো মনেই আসবে না।
রবি ঠাকুরের একটা লাইন পালটে বংগবন্ধু বলেছিলেন...
সাত কোটি বাংগালী আজ মানুষ হয়েছে?
**সত্যি কি আজো আমরা মানুষ হতে পেরেছি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।