সম্ভাব্য সকল দৃষ্টিকোণ থেকে দেখতে চাই .......... একটা সময় ছিলো যখন বাংলাদেশ আওয়ামী লীগ (বাল) বছরের একটা নির্দ্রিষ্ট দিনে দেশের সবাইকে চোখের জল ফেলতে আহবান জানাতো।এর প্রস্তুতি হিসাবে আগষ্ট এর শুরুতেই ঢাকাসহ দেশের সকল বাসাবাড়ি আর বাউন্ডারী ওয়ালে শোভা পেত শেখ মুজিবের ছবি সহ বড় বড় পোষ্টার আর তাতে লেখা থাকত "কাঁদো বাঙ্গালী কাঁদো"। আজ আগষ্টের ১৪ তারিখ ,বাল এর সরকার ক্ষমতায়, তবুও এখনো চোখে পরছেনা "কাঁদো বাঙ্গালী কাঁদো" পোষ্টার, তবে কি শেখ মুজিবের আবেদন আওয়ামী লীগের কাছে শেষ হয়ে গেল?বালের অগনিত কর্মী সমর্থকের চোখের জল কি ফুরিয়ে গেল? মনে হয় না, বছরের একটি দিনের পরিবর্তে বাল এর এই সরকার সারা বছরই দেশের মানুষকে কাঁদিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্হিতির চরম অবনতি,ছাত্রলীগের (অনেকের কাছেই যা কুত্তালীগ নামেই সমাদৃত) টেন্ডারবাজীতে রেকর্ড সৃষ্টি,চিনি তেল চাল ডাল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধগতি,আন্তঃ জেলা সড়কের বেহাল দশা আর শেয়ার মার্কেটের ধ্বস তো বাল এর এই সরকারের ঐতিহ্যই হয়ে দাড়িয়েছে। আর এসব কিছু দেখার দায়িত্ব যাদের সেই সব মন্ত্রনালয়ের (স্বরাষ্ট্র,বানিজ্য,অর্থ, যোগাযোগ) সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের উপর জনগন এতটাই ক্রুদ্ধ এতটাই নাখোশ যে জনগন আর উনাদের কাছে কৈফিয়ত চান না,চান সরসরি অপসারন। আওয়ামী লীগ সম্ভবত বুঝতে পারছে, এই বছর অবস্থা বেগতিক আর তাই জনরোষের এই নীরব বিস্তার কে আঁচ করতে পেরেই বাল এর সরকার সরে এসেছে ১৫ই আগষ্ট পালনের চিরায়ত প্রথা থেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।