কামরুল কেমিস্ট
রাজনৈতিক অসহযোগিতার বাংলাদেশে এবং গণতন্ত্রের অসাম্য অবস্থায় জিল্লুর রাহমান ই ছিলেন প্রকৃত গণতান্ত্রিক মানসিকতার। কোন দলের কেউই তার নামে খারাপ কিছু বলতে পারে নি, নিন্দা করতে পারে নি। তিনি যেন ছিলেন বাঙালিদের সত্যিকারের পিতার মত। আমার যখন ই মনে হত জিল্লুর রহমান আমাদের সবার প্রধান তখন ই যেন প্রকৃত ছায়া অনুভব করতাম। সহজ, সরল আর প্রানবন্ত, তার দিকে তাকালে যেন মনে হত নিস্পাপ কোন দরবেশ যেন।
এত সরল তিনি, কিভাবে বুঝাব। আর কত সহজ এবং গুছানো কথা বলতেন। এমন কিছু বলেন নি যাতে ব্যক্তিত্ব নষ্ট হয়। সবার সাথে তার ব্যবহার , আচরন , কে মুগ্ধ হয় নি!! আর আজ তিনি কি না নিরব হয়ে গেছেন! আর কখনও না কি তিনি কিছু বলবেন না! এটা কেন?
বাংলাদেশের ইতিহাস তার সাথে, সেই ভাষা আন্দোলন থেকে শুরু। কেউ কি এখন ও আছেন তার মত।
ইতিহাসের ছাত্র তিনি আজ থেকে ইতিহাস হয়ে গেলেন। ঢাকা ভার্সিটির গর্ব তিনি কিন্তু এই ঢাকা ভার্সিটি এক সময় তার মাস্টার্স ডিগ্রি কেড়ে নিয়েছিল। যদিও আবার তিনি সেটা ফেরত পান। জনতা তার পাশে ছিল। আজ ও আছে।
আর কি থাকতে পারবে? জনতা তো তাকে ছাড়তে চায় নি? তবে তিনি কেন ছেড়ে গেলেন। এরকম নেতা কি আর পাবে বাঙালী???
কাঁদো, বাঙালী আজ কাঁদো, এই বাংলার এই অমর সন্তানের জন্যে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।