সৈয়দ মুতনু
আমাদের মহারানী কান্না করতেছেন। এটা বরদাশত করা যায় না। আমরা তার গোলাম। আমাদের রক্ত গোলামীর রক্ত।
চাকর বাকরেরা আসেন ,রানীর জন্য শহীদ হই ; বেহেস্তে গেলমান পামু, সেনাকুঞ্জের মত বাড়িও জুটব।
শুনো গোলামেরা , দেশে আর কোন সমস্যা নাই, দেশের কেউ আর কান্না করে না , সবাই সুখে আছে। এইরাম সুখের দেশে আমাদের রানী মাতার কয়েকটা বাড়ি হতে একটা বাড়ি কাইড়া নেয়া হইছে। এত্তবড় সাহস। দেশটারে কারবালার ময়দান বানায়া দিমু। কত স্মৃতি আছে বাড়িটারে ঘিরে।
ফালুর স্মৃতিও এক্কেবারে কম না। কান্দন থামাইসনা রে ফালু। আমরাও তোর লগে কানতেসি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।