আমাদের কথা খুঁজে নিন

   

নেকড়ে

নেকড়ে চিত্তের বৈকল্য নিরাময়ে, বিত্তের সাধনায় মন লিপ্ত হতে চায়। অসাঢ় ভাবনার শেকড়ে অবারিত উপমার সিঞ্চনে হয়না শব্দফসল। ভালবাসার চারণভূমিতে প্রেমের খরাবৃষ্টি, চুম্বনে নেই সেই নবান্নের আস্বাদ। অসংলগ্ন প্রলাপ আর কিছুতেই কবিতা হয়ে ওঠেনা তোমার গোলাপী ঠোঁটে। আমি কবি কবি ভাব নিয়ে কবিতার দেহ থেকে রক্ত শুষে নিই। তুমি প্রেয়সী হতে চেয়েছিলে চাঁদনি রাতে, আমিও ড্রাকুলা হতে চেয়ে নেকড়ে হয়ে রয়ে গেলাম আদিম অরণ্যে। প্রেমময় জোছনায় আমি এক হিংস্র নেকড়ে- চোখের তারায় আমার জ্বলজ্বলে প্রতিশোধ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.