shamseerbd@yahoo.com
ক্ষুধার্ত নেকড়ের লোভাতুর দুচোখ ! বিষাক্ত দৃষ্টি
সীমাহীন কামনার লালা ঝড়ছে অবিরাম
দৃষ্টির পলকেই মখমল সবুজ
হয়ে উঠে লাল সবুজের পতাকা।
আঁধার গুহা , ক্লান্ত নেকড়ে
অর্ধভোজন, কামনার পরিসমাপ্তি, বাকিটুকু উচ্ছন্নে
শুধু তরতাজা প্রান চাই, পুরোনোতে চলেনা
আবার ক্ষুধা, আবার ও রক্ত লাল,
বিষাক্ত গন্ধ লোভের সতেজ গন্ধে পরাস্ত।
নেকড়ে আর কতটুকুই বা লোভী
পশুরাজ মানুষ, লোভের নেই শেষ
আমেরিকা, কানাডা, সুইস ব্যাংক- কোটি ডলার
পনের কোটি দুর্ভাগা আর হাজার নেকড়ের নখদর্পন
হতভাগাদের নির্জীব আত্মসমর্পন।
নেকড়ে জানেনা আগামীকাল
তাইতো আজ রক্তে লাল
হতভাগাও জানেনা আগামীকাল
নেকড়ের হাতে বোকা রাখাল।
সুযোগ পেলে রাখালও তাই
নেকড়ে হতে চায়
অপেক্ষার প্রহর গুনে
স্বজাতির ঘাড় মটকায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।