আমাদের কথা খুঁজে নিন

   

নেকড়ে আক্রান্ত জনপদ : ফিলিস্তীন-ইরাক ► দুইটা ফ্যান্টাষ্টিক তুর্কী মুভ্যি

১. ভ্যালী অব দা উলভস-প‌্যালেষ্টাইন : তুরস্কের পাঠানো ত্রানবাহী ফ্লোটিলায় আক্রমন করে ইজরাইল। আক্রমনের নির্দেশনা দেয় মসে বিন সামথিঙ (ধরতে পারিনাই নাম) । নিরীহ তুর্কী শান্তিকর্মীদের হত্যার বদলা নিতে ফিলিস্তীনে আসে পোলাট আলেমদার (আহমদ মুসা - সাইমুম সিরিজ) ও তার দুই সহকর্মী মেমাটি আর আবদুল্লাহি । ফিলিস্তিনে ঢুকবার সময় ইজরাইলী সৈন্যরা পথ আটকে দাড়ায় এক টুরিষ্ট গাইডকে । মেয়ৈটা ইহুদী ।

মোবাইলে কথা বলতেছিলো সে। তার টুরিষ্টরা ততক্ষনে চেকআপ পার হয়ে গেছে । গোয়ারগোবিন্দ সৈন্যরা গাইড মেয়েটাকে ঢুকতে দেয়না। সেখান থেকে মেয়ৈটা জড়িয়ে পড়ে তুর্কী অভিযাত্রী দলের অভিযানের সাথে। শুরু থেকেই দারুন চমক লাগা কয়েকটা ডায়ালগ: জায়নিষ্ট সৈন্য: তুমি কেন ইজরাইলে আসতে চাইছো ? পোলাট: ইজরাইলে! আমি তো ফিলিস্তিনে যাবো, ইজরাইলে না।

সৈন্য: কি জন্য ? পোলাট: আমার বিজনেস আছে! সৈন্য: কি বিজনেস? পোলাট: আমি মসে বিন..... কে হত্যা করতে আসছি... আরেক জায়গায়: মসে: আমার দুর্ভাগ্য, তোমার মৃতদেহ পবিত্র প্রমিজড-ল্যান্ড কে দুষিত করবে। পোলাট: আমি বুঝতে পারতেছিনা, ফিলিস্তিনের কোন পার্টটা তোমার জন্য প্রমিজ করা হয়েছে, তবে তোমাকে আমি ছয় ফিট ভুমি প্রমিজ করতে পারি। ইজরাইলি ট্যাংকের সামনে নিরস্ত্র ফিলিস্তীনিদের পাথরের টুকরা ছুড়ে মারার শিশুতোষ প্রতিরোধের তাৎপর্য বিস্তারিতভাবে বুঝতে পারলাম মুভ্যিটা দেখে (সম্ভবত এইটা টিভি সিরিয়াল ছিলো, পরে মুভ্যি করা হইসে) আইডিএম থাকলে ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন : http://www.youtube.com/watch?v=ovnhXDNH4rw ভ্যালী অব দা উলভস-ইরাক : ইরাকে তুরস্কের সৈন্যদেরকে অপমান করে মার্কিন সেনারা। তুর্কী ক্যাম্প বন্ধ করে দেয়। অফিসারদেরকে মুখে কাপড় বেধে গ্রেফতার করে নিয়ে যায়।

ঠিকমত ধরতে পারিনাই সাবটাইটেল ঝামেলা করায়। কে যেন এক সেনা অফিসার আত্মহত্যা করে। পোলাট-মেমাতী-আব্দুল্লাহির টীম ইরাকে আসে । মার্কিন সেনাঅফিসার মার্শালকে সিস্টেমে আটকে ফেলে একটা হোটেলে.. সেখান থেকে নাটকীয়তা শুরু হয়। ফিলিস্তীনের পর্ব থেকে এই পর্বে নাটকীয়তা অনেক বেশি।

আত্মঘাতী বোমাহামলা দেখানো হয় একটা - একেবারের রিয়েল মনে হলো! মার্কিনীরা ইরাকে কি পরিমান আর কি স্টাইলে নির্যাতন গনহত্যা চালাচ্ছে, তার পরিচ্ছন্ন একটা ধারনা ফুটে উঠেছে মুভ্যিতে । এক ডাক্তার সৈন্যদের সাথে এই বলে তর্ক করে, আই ওয়ান্ট টু রিমুভ দেয়ার অর্গান্স এলাইভ। ডোন্ট কিল দেম! স্টেজভুতে আছে : http://stagevu.com/video/atzrxmzjgetw  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.