আমাদের কথা খুঁজে নিন

   

নেকড়ে

---

দলচ্যুত ভেড়ার উপর নেকড়ের শ্যোনদৃষ্টি ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَا مِنْ ثَلَاثَةٍ فِي قَرْيَةٍ وَلَا بَدْوٍ لَا تُقَامُ فِيهِمْ الصَّلَاةُ إِلَّا قَدْ ‏ ‏اسْتَحْوَذَ ‏ ‏عَلَيْهِمْ الشَّيْطَانُ فَعَلَيْكَ بِالْجَمَاعَةِ فَإِنَّمَا يَأْكُلُ الذِّئْبُ ‏ ‏الْقَاصِيَةَ ‏ سنن أبي داؤود / ‏كِتَاب ‏ ‏الصَّلَاةِ ‏ بَاب ‏ ‏فِي التَّشْدِيدِ فِي تَرْكِ الْجَمَاعَةِ ‏ এমন কোন তিন ব্যক্তি- যাদের মধ্যে নামাযের জামায়েত প্রতিষ্ঠিত করা হয় না, এমনকি যদি তারা গ্রামে থাকে অথব জনপদে, নিশ্চয় তাদের উপর (যারা জামাত থেকে বিচ্ছিন্ন থাকে) শয়তান প্রভাব বিস্তার করে। সুতরাং অবশ্যই তুমি জামাত কায়েম করবে। কেননা, নেকড়ে বাঘ সেই ছাগল-ভেড়াকেই খায় যে দল ছেড়ে একা থাকে। ____________________________________ তথ্য সূত্র: মিশকাত ১০০০, আহমাদ, নাসায়ী ও [আবু দাউদ-কিতাবুসসালাত] আবু দারদা থেকে বর্ণিত আপনার ইনবক্সে কোরআন ও সুন্নার বার্তা পেতে সদস্য হোন http://www.islaminbox.tk

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.