ফেরার পথে দেখা, আর রব না একা তার সরল কান্তিতে বিশ্বাষ জাগে মনে অসভ্যতা ভুলে সভ্য হই আমি সুখ সমুদ্রের ফেনিল তরঙ্গে হারিয়ে যাই এক মুহূর্ত। আমার অপলক দৃষ্টি অনুবাদ করে সোন্দর্যের অব্যক্ত সব ভাষা, সতর্ক শালীনতায় কিন্তু নিজেই নিজের প্রস্তাব করি প্রত্যাখ্যান যোগ-বিয়োগ মিলিয়ে দেই পিছুটা. নীরব ভালবাসা হোক না একতরফা সেও বা মন্দ কিসে প্রেমানলে পুড়ব একাই ততদিন যতদিন হবে না স্পর্ধা মুখোমুখি দাঁড়াবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।