আমাদের কথা খুঁজে নিন

   

একতরফা নির্বাচনে আদেশ মানবেন না

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একতরফা নির্বাচনে কোনো ব্যক্তি বা দলের আদেশ না মানতে এবং  নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করারও আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।

আজ শনিবার দুপুরে অজ্ঞাত স্থান থেকে পাঠানো এক ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান।

তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় বলে একতরফা প্রহসনের নির্বাচন করতে চায়। আমরা নির্বাচন কমিশনকে আবারো আহ্বান জানাই, সরকারের তল্পিবাহক না হয়ে প্রহসনের এই নির্বাচন অবিলম্বে স্থগিত করুন।

তিনি বলেন, প্রজাতন্ত্রের সব সম্মানিত কর্মকর্তা-কর্মচারীকে আহ্বান জানাই, আপনারা দেশের জনগণ এবং রাষ্ট্রের সেবক হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন।

কোনো ব্যক্তি বা দলের অবৈধ ইচ্ছা বা আদেশ পালনের হাতিয়ার হিসেবে আপনারা ব্যবহৃত হবেন না।

সালাহউদ্দিন বলেন, সরকারের একতরফা নির্বাচনে কমনওয়েলথ, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘসহ কোনো গুরুত্বপুর্ণ রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। এমনকি নির্বাচন কমিশনে নিবন্ধিত অধিকাংশ পর্যবেক্ষক সংস্থা ও সংগঠন পর্যবেক্ষণের জন্য আবেদন করেননি।

আওয়ামী লীগ সব সময় নির্বাচনকে ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পিতা বাকশালী সংশোধনীর মাধ্যমে তত্কালীন সংসদকে পুনর্বার আরো এক বছর মেয়াদের জন্য নির্বাচিত হওয়ার ঘোষণা দিয়েছিলেন। আওয়ামী লীগের সভানেত্রীও আইন জারি করে আরেকবারের জন্য এই সংসদকে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা দিতে পারেন।

তাতে অন্তত রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।