স্বপ্নবিমুখ স্বপ্নীল পরিবেশে ভয়ে জড়ায়, আপন বলয় ভেঙ্গে নিরুদ্দেশে পারি জমায়। পুরোনো পাঁচিলে দু নামের আদ্য অক্ষরের সমষ্টি, ধুলোবালি আর শ্যাওলায় খায় হুটোপুটি। সবই কি কালের গর্ভে বিলীন হয়, একতরফা ভালবাসা! ফললাভের ব্যার্থতায়। না কিছুতেই বুঝি কিছু হবে না, যত ভালবাসো তাকে বায়না যাবে না। ভালবাসা আটলান্টিক সম গভীরতার, বা এভারেষ্ট সম হোক উচ্চতার। সাদৃশ্য বা বৈসাদৃশ্য কোনটাই নাই, দেখাও কত্ত দিন...! মুখে কথা কোথা পাই? অনুভূতির লেনদেনে হরতাল বিশেষ দিনে, কিছু করার নাই বুঝি একাকি নির্জনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।