আমাদের কথা খুঁজে নিন

   

একতরফা উপলব্ধি

অপদার্থ

ছোট্ট একটা দেশ,ছোট্ট একটা জীবন,অথচ কত বিভক্তি !
কত তিক্ততা মতপার্থক্যের ।
পুরো পৃথিবীটার অগনিত জীবনধারার কথাতো ভাবাই মুশকিল ।
তবুও হাঁটতে চেয়েছিলাম তোমার প্রদর্শিত পথে,
বর্ননা আর কল্পনার প্রতিফলন ছিলনা তাতে।
অপ্রাপ্তি আর অমিলের বিষবানে রক্তাক্ত হৃদয় ।

সন্দেহের সে কি ভয়ংকর রূপ !
ভালবাসার গভিরতা মাপতে অবিরত করে চলে অতীতের সাথে তুলনা ।


তৃপ্ত আর বঞ্চিতের মাঝে ওঠে প্রাধান্যতার দেয়াল ।

একসময় হয়ত অনেক
কিছুই মিলেমিশে একাকার হবে,
সবকিছুই চলবে প্রকৃতির কঠিন সত্যিটার মত।
বিচ্ছেদের পর্দার আড়ালে ঝাপসা হবে শুধু তোমার মুখ,
কিছু অযাচিত অভিমান,
ক্ষোভ আর হতাশা পরে থাকবে ।
সবকিছুই যখন অনর্থক মনে হবে,
তখন হয়ত ওপারের ঐ
পাতাঝরা গাছটার শিকড়ে বসে
যত্ন করে তুলে রাখা কিছু
ছুঁয়ে যাওয়া স্মৃতি ঝুড়ি থেকে বের করে
খুব আনমনে পুলকিত হব ।

ক্ষনিকের বেলাভূমিতে এত বিভেদ কেন ?
ভাল সময়গুলো এমন ক্ষনজন্মা কেন?
স্মৃতিগুলো সত্যিই বড় যাতনাময় ।


প্রত্যাশা আর প্রাপ্তির হিসেবে শুধুই গড়মিল ।

January 18, 2014 at 1:49am

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।