আমাদের কথা খুঁজে নিন

   

একতরফা নির্বাচনে নেই, আন্দোলন: নজরুল

তিনি বৃহস্পতিবার এক আলোচনা সভায় বলেছেন, “একতরফা নির্বাচন আমরা নেই। নির্দলীয় সরকারের দাবিতে জনগণের আন্দোলনে আমরা আছি। এই আন্দোলন চলছে, চলবে। এই আন্দোলন আরো জোরদার হতে থাকবে। ”
নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারে যোগ দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের আহ্বান প্রত্যাখ্যান করে দলের সিদ্ধান্ত ব্যাখ্যা করে একথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল।


নির্বাচনের আর কয়েকমাস বাকি থাকলেও নির্বাচনকালীন সরকার নিয়ে সরকার ও বিরোধী দলের মতভেদ এখনো রয়েছে। বিএনপি নির্দলীয় সরকারের দাবি জানিয়ে আসছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ অনির্বাচিতদের হাতে ক্ষমতা ছাড়তে নারাজ।
নজরুল ইসলাম দাবি করেন, সরকার ক্ষমতা হারানোর আশঙ্কায় নির্দলীয় সরকারে রাজি হচ্ছে না আওয়ামী লীগ।
“সরকার বুঝে গেছে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাদের (আওয়ামী লীগ) পাত্তা থাকবে না।

দেশের জনগণ আর তাদের আর পছন্দ করছে না। তাই ক্ষমতা ছাড়লে তাদের ছাড়লে বিপদ আছে। ”
“আমি বলি, তারা ক্ষমতা না ছেড়েও বিপদে পড়তে যাচ্ছে। কারণ ইতিহাস বলে- অতীতে জনগণের কোনো আন্দোলন কখনোই বিফলে যায়নি। এবারের নির্দলীয় সরকারের আন্দোলনও ব্যর্থ হবে না।


বুধবার নবম সংসদের সমাপনী অধিবেশনে শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে নজরুল বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনকালীন সরকার পরিচালনায় রাষ্ট্রপতি তাকে অনুমতি দিয়েছেন।
“যিনি পদত্যাগই করেননি, তাকে রাষ্ট্রপতি সম্মতি দেয়ার কোথায় সুযোগ আছে, তা বোধগম্য নয়। এভাবে প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করছেন। ”

বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাব এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনায় সভায় নজরুল জোরদার আন্দোলনের প্রস্তুতি নিতে পেশাজীবীদের প্রতি আহ্বান জানান।
“সারাদেশে আন্দোলন জোরদার হয়েছে।

অনেকে বলেন, ঢাকা মহানগরীতে সেভাবে আন্দোলন জোরদার হচ্ছে না। এখন পুলিশ সরাসরি আন্দোলনকারীদের ওপর গুলি করে। এরপরও বলব, আন্দোলন আরো জোরদার করতে হবে। এছাড়া বিকল্প নেই। ”
তারেক রহমানের ৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ড্যাব মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন, আবদুল মান্নান মিয়া, সিরাজউদ্দিন আহমেদ, মোস্তাক রহিম স্বপন, রফিকুল ইসলাম বাচ্চু, রফিকুর কবির লাবু, শহিদুল আলম, আবদুস সালাম প্রমুখ।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।