সফল ব্লগার নয়, সত্যবাদী ব্লগার হওয়াই হোক আমাদের লক্ষ্য। ছেলেটি ভালোবাসতো। হ্যাঁ, একতরফা ভালোবাসা যাকে বলে। ভাবছেন তাতে লাভ কি? সেটা অনেক বুঝিয়েছি তাকে, লাভ হয়নি। উল্টা তার স্বপ্নের কথা গুলো শুনিয়ে ছেড়েছে আমাকে।
তাকে নিয়ে নীল পাহাড়ে কল্পনার ফানুস ওড়াবে, মেঘের ভেলায় বসে হিম শীতল আইসক্রিম খাবে, সমুদ্রের ঢেউয়ে ভালোবাসার ডিঙি ভাসাবে, ভর দুপুরে ঘাস ফড়িঙের পিছে ছুটবে আরো কত কি। ভালোবাসা বুঝি এমনই হয়?
মাথায় ঢোকে না ভালোবাসার জটিল সব সমীকরন। ছোট বেলায় অংকে খুব কাঁচা ছিলাম। চারের ঘরের নামতা বলতেই ঘুলিয়ে ফেলতাম। আর এখনতো চারদিকের ভালোবাসার হিসাব অসাধ্য আমার কাছে।
তারপরও ছেলেটিকে বোঝানোর চেষ্টা করি, একতরফা ভালোবেসে লাভ নাইরে পাগল। কিন্তু বিরক্তিকর ছেলেটি রহস্যেভরা হাসি দিয়ে আমাকে আরো বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়! সে নাকি বাসবেই ভালো, হোক না সে ভালোবাসা একতরফা।
আজব! বুঝি না কেন মানুষ একতরফা ভালোবাসার মতো পাগলামীটা করে। আরে বাবা দুই তরফা ভালোবাসাতেই যত কষ্ট তা বলে শেষ করা যাবে না, তো তুমি আবার কোন মহাপুরুষ হয়েছো যে একতরফা নিয়ে ব্যস্ত! বাদ দাও হে, ক্ষ্যান্ত দাও এবার। শেষ বার যখন ভালোবেসেছিলে মনে আছে সে কথা? তখন তো খুব বড় বড় করে বলেছিলে তাকে ছাড়া তুমি বাঁচবে না, তার জন্য তোমার সব! আর এখন? সে চলে যাওয়ার পর যখন বেশ কিছুদিন একা ছিলে তখন কি খারাপ ছিলে? কত সুন্দর ছিলো দিনগুলো, সিগারেট, আড্ডা, কাজ আর দিন শেষে আরামের বিছানা।
সে তো তোমাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলো। তাহলে কেন আজ তারমতো একজনকে একতরফা ভালোবেসে যাচ্ছো? তোমার মতলবটা কি শুনি?
জানি জানি, এখন বলবে সে নিজ ইচ্ছাই চলে গেছে। কিন্তু কেন চলে গেছে সেটা কি একবার ভেবে দেখেছো? সে তোমার এই ছন্নছাড়া জীবনটাকে অপচ্ছন্দ করে চলে গেছে, তোমাকে অপচ্ছন্দ করে না হে নির্বোধ বালক! আগে নিজের জীবনটা গুছিয়ে নাও।
জীবন গুছাবে না? কেন? একতরফা ভালোবাসায় জীবনের মূল্য নাই বলে? বাহ! চমৎকার যুক্তি! সেজন্যই বুঝি একতরফা ভালোবাসা বেছে নিয়েছো? তুমি আসলে একটা পাগল, হ্যাঁ শুধু পাগল না, বদ্ধ পাগল। বেসে যাও তুমি তোমার একতরফা ভালোবাসা, কিন্তু খবরদার আর আমার সাথে কথা বলতে আসবে না।
তোমার আর আমার মধ্যে অনেক পার্থক্য সেটা বোঝ তো? দূরে থাকো আমার কাছ থেকে, অনে দূরে!
পরিশিষ্ট: নিজের সাথে নিজে কথা বলতে বলতে ক্লান্ত আমি। বোঝাতে পারি না নিজেকেই, আবার হয়তো বুঝতে পারিনা নিজেকে। দেখি কতদিন চলে এই বোঝা আর না বোঝার খেলা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।