আমাদের কথা খুঁজে নিন

   

তিমির আঁধারে এক মহাপরিব্রাজক

গভীর সমূদ্রের তল দেখেছো কি কেউ... মহাশূন্যের শেষ দেখেছো, অন্ধকারের কালোত্বকে ছোঁয়ে দেখেছো ? হুঁ হুঁ করে বয়ে যাওয়া টর্নেডোর গতি দেখেছো... আমি দেখেছি................। পরিভ্রমণ করেছি আমি, আমি এক মহাপরিব্রাজক। এক নিঃশ্বাসে গ্রাস করেছি সবটুকু সরাব মেটেনি এতটুকু সাধ, তৃষ্ণা বেড়েছে দ্বিগুণ। মরুর উত্তপ্ত বালুকণার মতো টগবগ করে সে ক্ষুধা, তুমি বিন্দু কণাও বোঝনি। কারণ, তুমি স্থূল।

একটি বারও জানতে চাওনি কী ধ্বণী বাজে শূন্য ভূমে, একেবারে অন্তরঙ্গ জগতে। প্রতিটি সেকেন্ডের হিসেব যদি চাও তাও দিতে পারবো আমি, ঈশ্বরের বন্দনা আমি তোমার মাঝে খুঁজেছি কে ঈশ্বর কে খোদা আমি দেখিনি, আমি দেখেছি তোমার প্রতিচ্ছায়া, তোমার ঘরের আঙ্গিনা। তুমি জিজ্ঞেস করে দেখো আমার দুটি চোখকে তুমি ছোঁয়ে দেখো আমার বুকের বাঁ পাশের একটুকরো মাংশ পিন্ডকে। বুঝবে--- কী মিথ্যা কী সত্য। আমি দেখেছি, জেনেছি তাই তো আমাকে পাগল বলে লোকে।

তুমিও তাদের দলে, বাহ্‌ কী দারুন ! কী দারুন পৃথিবীর গোলক ধাঁধাঁ ! তিমির আঁধারে ডুবে গেলো এ তরনী ওঠে এলো ভয়ংকর ঝড়-তুফান। বজ্র নিনাদ হুংকার করে গর্জে ওঠে ঈশানের বিষাণ সব গরিমা, সব স্তব্ধতা ভেঙ্গে দাও প্রভু.. সব নীরবতায় মন্দিরের শংখ বেজে ওঠুক ! এ হৃদয়ের জলোচ্ছাস বাঁধ ভেঙ্গে তার আঙ্গিনায় পৌছে দাও... নোনা জলের তিক্ততার বিষ তার কণ্ঠনালীতে পৌছে দাও... আর থেকোনা নীরব হয়ে প্রভু বেরিয়ে এসো..... দেখাও তারে... কী ব্যথা কী বেদনা এই হৃদয়ে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.