CONNECTION FAILED
কল্পনার সব গল্প শেষ হয়ে গিয়েছিলো যেদিন,
সেদিন কোন এক পুরনো আত্মার আহ্বানে
তারায় তারায় মিশে গিয়েছিলাম
ঢেউয়ের ফেনার মতো ক্লান্ত হয়ে!
এখনো ছেঁড়া মেঘের আড়াল থেকে ধুপের ধোঁয়ায়
যখন ভরে যায় চারিপাশ আলো অন্ধকারে,
দেখে যাই তোমায় অধীর ঢেউয়ের মতন নক্ষত্র থেকে নক্ষত্রে!
পাথরের সাদা গায়ে থাকে না কোন হৃদয়,
আমি তাই পাষান হতে চেয়েছিলাম!
কিন্তু সাগরের জমানো ফেনা এসে-
আমারে ভাসিয়ে নিয়ে গেলো! তারপর?
...বাকিটুকু থাক! আহা, কি হবে জেনে?
***********
জোছনা অথবা সাগরের ঢেউ, কেউ আসে নি রূপকথা হয়ে আমার হতে, তাই কাঁচের গুঁড়ির মতন শিশির জল ঝরে পরে দু চোখ বেয়ে। ঘুমের গুঞ্জরনে বুঝতে পারি জেগে উঠছে রাত্রিকরোজ্জ্বল অসাড় নগরী।
পথের বাঁকে ভাঙ্গনের শব্দ শুনি তাই অমেয় সিঁড়ি বানাই মাটির উপর থেকে নক্ষত্রে যাবার! সুর্যদেবতাকে হটিয়ে আমি সাম্রাজ্য বানাতে চাই অনন্ত দ্বন্দ আর আঁধারের। মৃত্যুশব্দ, রক্তশব্দ আমারে হানা দিতে চায় কিন্তু আমি হয়ে উঠি অজেয় অরুনোদয়।
মকরক্রান্তির অবিশুদ্ধ রাতে আমার চোখে ধরা পরে অবরুদ্ধ বিচুর্ন নগরী, যেখানে বিশুদ্ধ মুহুর্ত লুপ্ত হয়ে গেছে ঘুমন্ত ফ্যাকাশে মেঘের আড়ালে। মরণসিন্ধুর দিকে অগ্রসর হয়ে দেখি সূর্যের ঝিলিক! মাছরাঙ্গা ঝিকমিক করে উড়ে যাছে আকন্ঠ শতাব্দীর লবনাক্ত পালকে আমাকে ফাঁকির কৌশলে পরাস্ত করে!
আর আমি!? ম্লায়মান দলিত সীমার অফুরন্ত তিমিরে বন্দী!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।