জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ১১০ জামাত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলার চার্জশিট প্রদান করেছে পুলিশ। প্রায় আড়াই বছর পর গতকাল সোমবার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে নগরীর রাজপাড়া থানার ওসি জিল্লুর হোসেন এই চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে অন্তর্ভুক্ত অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- রাজশাহী মহানগর জামাতের আমির আতাউর রহমান, সেক্রেটারি আবুল আলাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তৎকালীন শিবির সভাপতি শামসুল আলম গোলাপ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।
২০১০ সালের ৮ ফেব্রুয়ারি মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ছাত্রশিবির ক্যাডাররা। আধিপত্য বিস্তারের জন্য শিবির ক্যাডাররা একে একে বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হলে নারকীয় তা-ব চালায়।
শাহমখদুম হলে প্রবেশ করে
তারা কুপিয়ে হত্যা করে ছাত্রলীগ কর্মী ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী ছাত্র ফারুক হোসেনকে। এরপর তার লাশ ফেলে রাখা হয় ম্যানহোলে।
এ ঘটনায় নগরীর মহিতার থানায় ৩৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু। এ ছাড়া এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত আরো ১৪টি মামলা দায়ের করা হয় মতিহার থানায়। এসব মামলায় জামাতের আমির মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদসহ শিবিরের শতাধিক নেতাকর্মীকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য এবং মামলার তদন্তকারী কর্মকর্তা বারবার পরিবর্তন হওয়ার কারণে ফারুক হত্যা মামলার চার্জশিট দিতে কিছুটা বিলম্ব হয়েছে। ৪ বার পরিবর্তন করা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। মতিহার থানা থেকে মামলাটি প্রথমে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সর্বশেষ চলতি বছর রাজপাড়া থানার ওসি জিল্লুর রহমানকে পঞ্চম তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়। তিনিই গতকাল সোমবার চার্জশিট দাখিল করেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা ফারুক হত্যার দ্রুত বিচার দাবি করেন। বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু হোসেইন বিপু বলেন, দেরিতে হলেও চার্জশিট প্রদান করা হলো। এখন দ্রুত বিচার আইনে মামলাটি স্থানান্তর করে জামাত-শিবির ক্যাডারদের ফাঁসি দেয়া হলে ফারুকের আত্মা শান্তি পাবে। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে এ হত্যার দ্রুত বিচার দাবি করছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।