আমাদের কথা খুঁজে নিন

   

কিলিং রেস -১

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

স্রেফ আনন্দের জন্য খুন করে এমন এক লোকের সাথে পরিচয় হবে শমিকের। সে নিজেও একজন খুনী, এখন পর্যন্ত কেউ ধরতে পারে নি, সন্দেহও করেনি। কিলারসগ্রুপ ওয়েবটা একজন এমন স্বগোঘিত খুনীর। শমিক আশ্চর্য হয়ে দেখলো, এত চমৎকারভাবে সেখানে খুনের বর্ণনাগুলো দেয়া, তারপরেও খুনী বহাল তবিয়তে বেঁচে আছে। একটা খুনের গল্প পড়ে শমিক প্রচন্ডভাবে আলোড়িত।

সে ভাবছে এভাবে একট খুন করে দেখতে হবে। ভেরি সিম্পল। রিকিমারা নামক একটা পয়জন ইনজেক্ট করে দিতে হবে ভিড়ের মধ্যে কাউকে, তারপরে একটু আড়ালে গিয়ে দেখতে হবে খেলা। ইনজেক্ট করার জন্য একটা পিনের খোঁচাই যথেস্ট। মিনিটের মধ্যে লোকটা গড়িয়ে পড়বে রাস্তায়।

শমিকের খুনগুলো একটু ভিন্ন প‌্যাটার্নের। একবার এক বাসার সবাইকে খুন করেছিল। সেটা তার ষোলো বছরের কীর্তি। দুই বৃদ্ধ, বৃদ্ধা আর একজন কাজের লোক। গলা টিপে মেরেছিল।

কেউ তাকে সন্দেহ করেনি। ছুরি মেরে খুন করেছে এ যাবত সাতজনকে। মোটামুটি দশজনের মত এ পর্যন্ত মেরেছে। কোন উদ্দেশ্য ছাড়াই স্রেফ মজা করার জন্য খুন করে সে, এছাড়া তার আর সব আচরণই স্বাভাবিক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.