আমাদের কথা খুঁজে নিন

   

অলিম্পিকের যেসব ইভেন্ট লাইভ দেখার ইচ্ছে..

ধুউউউউউররররর..... :( কাল শুরু হয়ে গেলো "গ্রেটেস্ট শো অন আর্থ" খ্যাত অলিম্পিক স্পোর্টসযুদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠান যদিও গতবারের বেইজিং এর ধারে কাছেও যেতে পারেনি তবুও এবারের আসর খেলায় এর আগের সব আসরকে ছাড়িয়ে যাবে বলেই সবার বিশ্বাস। সামার অলিম্পিকের ২৬টি খেলার ৩০২টি ইভেন্টের সবগুলো খেলা লাইভ দেখা এক কথায় অসম্ভব। তাছাড়া অধিকাংশ ইভেন্টই কখনো ফলো করি না। তাই আমার পছন্দমত কিছু ইভেন্ট বাছাই করেছি যেগুলোর খেলা লাইভ দেখার সাধ্যমত চেষ্টা করবো।

এবারের আসরে বিশ্বের আরও ২০৩ টি দেশের সাথে বাংলাদেশও অংশ নিচ্ছে। কোন মেডেল জিতুক আর নাই জিতুক নিজ দেশের সব ইভেন্টেই চোখ থাকবে আমার। বাংলাদেশের ৫ অলিম্পিয়ান যেসব ইভেন্টে প্রতিযোগিতা করবেন তা সময়সুচি সহ দিয়ে দিলামঃ ১) আর্চারি-মেন'স ইন্ডিভিজুয়ালঃ এই ইভেন্টে প্রতিযোগিতা করবেন দেশসেরা আর্চার(তীরন্দাজ) এমদাদুল হক মিলন। তাঁর ইভেন্টের সময়সূচী হল- ২য় রাউন্ডঃ ৩০ জুলাই (রাত ৯.৩০) ৩য় রাউন্ডঃ ৩১ জুলাই (দুপুর ২.০০-সন্ধ্যা ৬.০০) অথবা ১ অগাস্ট (রাত ৮.০০-১২.৪০) ৪র্থ রাউন্ডঃ ৩ অগাস্ট (দুপুর ২.০০-৩.৪৫) কোয়ার্টার ফাইনালঃ ৩ অগাস্ট (সন্ধ্যা ৭.০০-৭.৫০) সেমিফাইনালঃ ৩ অগাস্ট (সন্ধ্যা ৭.৫০-৮.০৫) ফাইনালঃ ৩ অগাস্ট (রাত ৮.২০-৮.৫০) তবে দুঃখের খবর হচ্ছে ২য় রাউন্ডে তাঁর খেলা আগের রাউন্ডে ৪র্থ হওয়া গডফ্রে ল্যারির সাথে যেখানে আমাদের মিলনের অবস্থান ছিল ৬১তম। তারপরও যদি জিতে যায় সেই চিন্তা করে বাকি রাউন্ডের টাইম দিয়ে দিলাম।

২) শুটিং-১০ মিটার এয়ার রাইফেলঃ শারমিন রত্না লড়বেন এই ইভেন্টে। তাঁর সময়সুচিঃ হিটঃ ২৮ জুলাই (দুপুর ১.১৫) ফাইনালঃ ২৮ জুলাই (বিকাল ৪.০০) তার মানে আজই.. ৩) আর্টিস্টিক জিমন্যাস্টিকস-অলরাউন্ড ইন্ডিভিজুয়ালঃ আমেরিকা প্রবাসী বাংলাদেশী কাজী সাইকি সিজারের ইভেন্ট যিনি গতবছর মিশিগানের হয়ে বিগ টেন চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। হিটঃ ২৮ জুলাই (রাত ৮.৩০) ফাইনালঃ ১ অগাস্ট (রাত ৯.৩০) ৪) সাঁতার-৫০ মিটার ফ্রিস্টাইলঃ এই ইভেন্টে লড়বেন মিজানুর রহমান সাগর। হিটঃ ২ অগাস্ট (দুপুর ৩.০০) সেমিফাইনালঃ ৩ অগাস্ট (রাত ১২.৩০) ফাইনালঃ ৪ অগাস্ট (রাত ১২.৩০) ৫) স্প্রিন্ট-১০০ মিটারঃ এই ইভেন্টে উসাইন বোল্ট, টাইসন গে দের সাথে পাল্লা দেবেন আমাদের মোহন খান। হিটঃ ৪ অগাস্ট (দুপুর ৩.০০) ১ম রাউন্ডঃ ৪ অগাস্ট (বিকাল ৫.৩০) সেমিফাইনালঃ ৬ অগাস্ট (রাত ১২.৪৫) ফাইনালঃ ৬ অগাস্ট (রাত ২.৫০) এছাড়াও অন্যান্য যেসব খেলায় লাইভ নজর রাখবোঃ সাঁতারঃ মুলত মাইকেল ফেল্পসের কারনেই সাঁতারে যত আকর্ষন আমার।

ফেল্পস অলরেডি ১৪টি গোল্ড মেডেল জিতে রেকর্ড করলেও এবারের আসর তাঁর কাছে আরও ৩ টি মেডেল জিতে সর্বকালের সেরা হবার হাতছানি। ফেল্পস এবার যে ৬ টি ইভেন্টে অংশ নেবেন ঐ ছয়টি ইভেন্টই সরাসরি দেখবো। আর কোনোটা না। ১) ৪০০ মিটার মিডলেঃ -হিটঃ ২৮ জুলাই (দুপুর ৩.০০) -ফাইনালঃ ২৯ জুলাই (রাত ১২.৩০) ২) ২০০ মিটার বাটারফ্লাইঃ হিটঃ ৩০ জুলাই (দুপুর ৩.০০) -সেমিফাইনালঃ ৩১ জুলাই (রাত ১২.৩০) -ফাইনালঃ ১ অগাস্ট (রাত ১২.৩০) ৩) ৪X২০০ মিটার ফ্রিস্টাইলঃ -হিটঃ ৩১ জুলাই (দুপুর ৩.০০) -ফাইনালঃ ১ অগাস্ট (রাত ১২.৩০) ৪) ২০০ মিটার মিডলেঃ -হিটঃ ১ অগাস্টঃ (দুপুর ৩.০০) -সেমিফাইনালঃ ১ অগাস্ট (রাত ১২.৩০) -ফাইনালঃ ৩ অগাস্ট (রাত ১২.৩০) ৫) ১০০ মিটার বাটারফ্লাইঃ -হিটঃ ২ অগাস্ট (দুপুর ৩.০০) -সেমিফাইনালঃ ৩ অগাস্ট (রাত ১২.৩০) -ফাইনালঃ ৪ অগাস্ট (রাত ১২.৩০) ৬) ৪X১০০ মিটার মিডলেঃ -হিটঃ ৩ অগাস্ট (দুপুর ৩.০০) -ফাইনালঃ ৫ অগাস্ট (রাত ১২.৩০) স্প্রিন্টঃ এবারের আসরের সবচেয়ে জমজমাট ইভেন্টটি হচ্ছে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্ট যেখানে উসাইন বোল্ট, টাইসন গে, ইয়োহান ব্লেক, জাস্টিন গ্যাটলিন, আসাফা পাওয়েলরা একসাথে লড়বেন। সাথে আছেন আমাদের মোহন খানও।

এছাড়া ২০০ মিটার কিংবা ৪X১০০ মিটারের ইভেন্টেও তারকার ছড়াছড়ি। ১) ১০০ মিটারঃ -হিটঃ ৪ অগাস্ট (দুপুর ৩.০০) -১ম রাউন্ডঃ ৪ অগাস্ট (বিকাল ৫.৩০) -সেমিফাইনালঃ ৬ অগাস্ট (রাত ১২.৪৫) -ফাইনালঃ ৬ অগাস্ট (রাত ২.৫০) ২) ২০০ মিটারঃ -হিটঃ ৭ অগাস্ট (বিকাল ৪.৫০) -সেমিফাইনালঃ ৯ অগাস্ট (রাত ১.১০) -ফাইনালঃ ১০ অগাস্ট (রাত ১.৫৫) ৩) ৪X১০০ মিটার রিলেঃ -হিটঃ ১১ অগাস্ট (রাত ১২.৪৫) -ফাইনালঃ ১২ অগাস্ট (রাত ২.০০) পোলভল্টঃ এই ইভেন্টের ব্যাপারে নরমালি কোন আগ্রহ সারাজীবনেও না থাকলেও ইয়েলিনা ইসিনবায়েভার জন্য আগ্রহটা সবসময়ই ছিল। তাই এবারও শুধুমাত্র পোলভল্টের এই সম্রাজ্ঞীর জন্যই মেয়েদের ইভেন্টটাতে চোখ না রেখে পারবো না। মেয়েদের ইন্ডিভিজুয়ালঃ -হিটঃ ৪ অগাস্ট (দুপুর ৩.২০) -ফাইনালঃ ৭ অগাস্ট (রাত ১২.০০) টেনিসঃ সেই ২০০৩ থেকেই রজার ফেদেরারের ডাইহার্ড ফ্যান আমি। পরের বছর থেকে মারিয়া শারাপোভার।

টেনিসে এই দুজনের প্রতি সাপোর্ট থাকবে আমার। জিতলে ক্যারিয়ার গোল্ডেন স্লামের দেখা পাবেন দুজনই। আর ফেদেরারের "সর্বকালের সেরা" খেতাব টা হবে নিশ্চিত। তবে সবগুলো খেলা দেখতে না পারলেও কোয়ার্টার ফাইনাল থেকে দেখবো। -মেন'স কোয়ার্টারফাইনালঃ ২ অগাস্ট (বিকাল ৪.৩০) -মেন'স সেমিফাইনালঃ ৩ অগাস্ট (বিকাল ৫.০০) -মেন'স ফাইনালঃ ৫ অগাস্ট (বিকাল ৫.০০) -উইমেন'স ফাইনালঃ ৪ অগাস্ট (বিকাল ৫.০০) ফুটবলঃ '৯৪ বিশ্বকাপ থেকেই ব্রাজিলের সাপোর্টার আমি।

এবারও মনে প্রানে চাইছি যে অধরা গোল্ডমেডেলটা জিতুক। তবে ফুটবলক্রেজি হলেও সব ম্যাচ দেখার সময় হবে না। বেছে বেছে ব্রাজিলের ম্যাচ গুলোই দেখবো। -বনাম মিশরঃ ২৭ জুলাই (রাত ১২.৪৫) -বনাম বেলারুশঃ ২৯ জুলাই (রাত ৮.০০) -বনাম নিউজিল্যান্ডঃ ১ অগাস্ট (সন্ধ্যা ৭.৩০) -কোয়ার্টারফাইনালঃ ৪ অগাস্ট (রাত ১০.০০/বিকাল ৫.০০) -সেমিফাইনালঃ ৭ অগাস্ট(রাত ১০.০০/রাত ১২.৪৫-৮অগাস্ট) -ফাইনালঃ ১১ অগাস্ট (রাত ৮.০০) (সকল সময় বাংলাদেশ অনুযায়ী। কেউ ব্রিটেনের স্থানীয় সময় চাইলে পোস্টে দেয়া সময় থেকে ৫ ঘন্টা কমিয়ে নিন।

আর সময়ের পার্থক্যের কারনে কিছু ইভেন্টের সময় বাংলাদেশে রাত ১২.০০ টা অতিক্রম করায় মূল তারিখের পরিবর্তে পরের দিনের বাংলাদেশের তারিখ দিয়েছি। সকল ইভেন্টের বিস্তারিত সময়সূচী পাবেন লন্ডন অলিম্পিকের অফিশিয়াল ওয়েবসাইট থেকে। ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.