তবে তার আগে কয়েকটি লক্ষ্যের কথা জানিয়ে রেখেছেন ছয়টি অলিম্পিক সোনার মালিক এই জ্যামাইকান।
বোল্ট জানান, তিনি রিও ডি জেনিরোতেও সোনা জিততে চান, আগামী বছর ২০০ মিটার দৌড়ে নিজের গড়া রেকর্ড ভাঙতে চান এবং পারলে আগামী কমনওয়েলথ গেমসেও সোনা জিততে চান।
বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৮টি সোনাজয়ী বোল্ট বলেন, "আমি মনে করি অনেকদিন ধরে রাজত্ব করার পর ও শীর্ষে থাকার পর সেটা (আগামী অলিম্পিক) হবে অবসর নেয়ার একটা ভালো সময়।"
অবসরের ঘোষণা দিয়েছেন বলে বোল্টকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই প্রতিদ্বন্দ্বীদের। কারণ তিনি জানিয়েছেন, মুহাম্মদ আলী আর পেলের মতো বিশ্বসেরা হতে অবসর নেয়া পর্যন্ত ট্র্যাকে দাপট দেখিয়ে যেতে হবে তাকে।
আগামী শুক্রবার রাতে ব্রাসেলসে বছরের শেষ ডায়মন্ড লিগ মিটে ১০০ মিটার দৌড়ে অংশ নেবেন সম্প্রতি মস্কোতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা জেতেন বোল্ট। এরপর জুরিখ মিটে ১০০ মিটার দৌড়েও সোনা জিতেছিলেন তিনি।
বোল্ট আগেই জানিয়েছিরেন, রিও ডি জেনিরোতে টানা তিনটি আসরে ১০০ ও ২০০ মিটার দৌড়ের শিরোপা ধরে রাখার অনন্য উদাহরণ গড়তে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না তার। ২০০৮ ও ২০১২ সালের অলিম্পিকে ১০০ মিটার ২০০ মিটার ও ৪*১০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন ২৬ বছর বয়সী এই গতিদানব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।