আমাদের কথা খুঁজে নিন

   

কর্মস্থলে না থাকায় ৭ চিকিৎসক বরখাস্ত

রোববার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ওই চিকিৎসকরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. রাজিব মাহমুদ, ডা. আশফাক নবী, একই উপজেলার যশোর উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন মোহাম্মদ মাহামুদুল কবীর বাশার, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. পবিনা আফরোজ পারভীন, একই উপজেলার গজারিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার নাহিদা বেগম, সহকারী সার্জন মো. শরীফ আহম্মেদ এবং ডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন নুরুন্নাহার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব বাসুদেব গাঙ্গুলী এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)  মো. শাহনেওয়াজ গত বৃহস্পতিবার  এসব স্বাস্থ্য কমপ্লেক্স ও কেন্দ্রে পরিদর্শনে গেলে এই সাত চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এর আগে গত সপ্তাহে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ময়মনসিংহের তিন চিকিৎসককে বরখাস্ত করা হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.