আমাদের কথা খুঁজে নিন

   

ফ্লাইং সসার ও এলিয়েন । পর্ব : ১

১ একদিন সন্ধ্যাবেলা মাসকাটা নদীর তীরে বসে গ্রীষ্মের গরমে শরীরটাকে ঠান্ডা করছি হঠাৎ উত্তরের আকাশ থেকে ক্ষণিকের জন্য প্রচন্ড আলোর একটা আভা এসে পড়লো চোখে। প্রথমাবস্থায় মনে হলো লঞ্চের হেড লাইটের আলো। প্রায়ই এ ধরনের আলো ওদিকটা থেকে আসে। বরিশাল-ভোলার লাইনের অনেক লঞ্চ যায় সেখান দিয়ে। লঞ্চের হেড লাইট মাঝে মধ্যেই ক্ষনিকের জন্য বাগানের উপড় দিয়ে জ্বলে উঠে।

হঠাৎ আমার মাথার উপড় তীক্ষœ শব্দ ও আগেরবারের মত ক্ষণিকের জন্য আলোর আভা। শরীরের উপড় দিয়ে যেন হালকা গরম বাতাস বয়ে গেল। এবার ভয় পেয়ে উঠে দাঁড়ালাম। চারদিকে তাকিয়ে সামনের দিকে তাড়াতাড়ি হাটছি। সামনে কতগুলো দোকান।

হাটতে হাটতে দোকানগুলোর কাছে চলে আসি। আসার সময় পিছনে ফিরে কয়েকবার তাকালাম কিন্তু কিছুই মালুম করতে পারলাম না। দোকানের কাছে আসলে মনে একটু সাহস জমলো। এখানে কিছু লোক চা-বিস্কুট খাচ্ছে আর আড্ডা মারছে। আমি দোকানের এককোণায় এসে সেইদিকটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি।

কিছুই দেখতে পেলাম না তারপরও একনজরে তাকিয়ে থাকলাম। হঠাৎ দেখি গোলাকার একটা থালার মত খুব দ্রুত আকাশের দিকে উঠে যাচ্ছে। তিন-চার বার লাইটে ফ্লাশ মারলো, তারপর অদৃশ্য। আগুনের ফুল্কির মত কি যেন একটা দ্রুতবেগে মাটিতে এসে পড়লো। একটু সময়ের মধ্যে আমার চোখের সামনে অনেক আশ্চর্য কিছু ঘটলো।

আসার আগে একবার চিন্তায় আসলো আগুনের ফুল্কিটা দ্রুতবেগে যেখানে পড়েছে সে জায়গাটা দেখে আসি কিন্তু সাহসে কুলালো না। আরো কিছু দেখার আশায় রাত ১০ টা পর্যন্ত থেকে সেখান থেকে চলে আসি। আমার খুব ঘনিষ্ঠ বন্ধু আরিফকে খুলে বললাম বিষয়টা। আরিফ বললো, ‘চল, আজ রাতে যাব সেই জায়গায়। বিষয়টা কি আবিস্কার করবো।

বিজ্ঞানীর এই কল্প-কাহিনীর যুগে অনেক অসম্ভবও সম্ভব হতে পারে। রাওয়ানের মত সাইন্স ফিকশন সিনেমার কাহিনী একসময় সত্য হতে পারে। কৃশ সিনেমার কাহিনীও সত্য হতে পারে। এখন যে আমরা মোবাইলে কথা বলি তা এক সময় কল্পনার বিষয় ছিল। ১৯৭৩ সালে ডঃ মার্টিন কুপার মোবাইল ফোনের সফল উদ্ভাবক।

বাংলাদেশে প্রথম মোবাইল আসে ১৯৯৩ সালে । এখন মোবাইল সবার হাতে হাতে । কম্পিউটার এক সময় এক অভ্যুত আবিস্কার ছিল যা মানুষ কল্পনাও করতে পারে নাই। আজ কম্পিউটারের কত বিচিত্র ব্যবহার! যুগে যুগে আরো বিচিত্র জিনিস আসবে এই দুনিয়াতে। এখন হলো ৫জি এর যুগ যদিও আমাদের শুরু ৩জি যুগ।

আরিফের মাথায় সবসময় জট খোলার কৌতুহল থাকে। আমি জানি এই রহস্য উৎঘাটন হওয়ার আগ পর্যন্ত আরিফের ঘুম, নাওয়া, খাওয়া সব হারাম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.