আমাদের কথা খুঁজে নিন

   

ফ্লাইং সসার

পৃথিবীর বাইরে প্রাণী রয়েছে কিনা সে নিয়ে অনেক তর্ক-বিতর্ক রয়েছে। যদি থেকেই থাকে তবে তাদেরও নিশ্চয়ই আকাশযান রয়েছে। পৃথিবীর বুকে বহুবার ইউএফও দেখা গেছে। সে নিয়ে আলোচনা কম হয়নি। ভিনগ্রহীদের আকাশযানকেই ফ্লাইং সসার বলতে আগ্রহী আমরা।

অনেকেই মেনে থাকেন যে ফ্লাইং সসার ভিনগ্রহীদের গুপ্তচর বিমান। তবে গবেষকরা ফ্লাইং সসারকে অশনাক্ত আকাশযান বলেন। খ্রিস্টপূর্ব ১৫ শতকে মিসরের ফারাও ছিলেন তুতেম খামেন। তার সময় জনতা আকাশে দেখেছিল বিচিত্র ধরনের আগুনের গোলা। তখন থেকে আকাশে ফ্লাইং সসার নিয়ে আলোচনা চলে আসছে।

এরপর অনেকবার ফ্লাইং সসারের দেখা মিলেছে। দাবি উঠেছে এটির নিশ্চিত অস্তিত্ব নিয়ে। ১৬৮৬ সালের ৯ জুলাই জার্মানির লিপজিক অধিবাসীরা রহস্যময় এক ধাতব বস্তুকে উড়তে দেখেছিল। ১৭৫৬ সালে সুইডেনের লোকেরাও দেখেছিল এ ধরনের অদ্ভুত রহস্যময় বস্তু। ১৯৮০ সালে সুইডেনে, ২০০২ সালে ইংল্যান্ডের এক শস্যবৃত্তে এক এলিয়ানের মুখচ্ছবি এবং তার হাতে ধরে রাখা একটি গোলক দেখা গিয়েছিল।

 

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.