অনেক কিছু মনে পড়ে যায়। কোথা থেকে শুরু করবো বুঝতে পারছিনা । ছোটবেলার কথামনে করতে পারছিনা, মার মুখে শুনেছি কোরবানীর দিন আামর জন্ম । পবিত্র দিনে জন্ম,কোরবানী মানে ত্যাগের মহিমায় উজ্জিবিত হওয়া, আমি কি ত্যাগ করবো আমার ধর্ম, নাকি বিশ্বাস, নাকি চরিত্র, নাকি আমার বিবেক।
যা হোক ছোট বেলায় আমি খুব দুষ্টু ছিলাম, নানা বাড়ি গেলে এ মাত্রাটা বেড়ে যেতো তুমুল গতিতে।
এখন মনে হচ্ছে এগুলো দুষ্টামি নয় বয়ষের চাহিদা। একদিন নানা বাড়িতে পুকুরে গোসল করছি,পানি পেয়ে সেকি মাতামাতি, ডুবাডুবি মোটামুটি আমার বয়সি মামাদের নিয়ে পুকুরের পানি ঘোলা করে ফেললাম নানু বকা দিচ্ছে কে শুনে কার কথা। এর মধ্যে ছোট মামার কাছে ( আমিম মামা, কোথা থেকে উদয় হলেন আল্লাহ ভালো জানেন ) নানু বিচার দিলেন আমরাও তখন পুকুরে, মামা প্রথমে ধমকা ধমকি দিয়ে উঠতে বললেন আমরা পুকুরের মাঝ খানে বসে তাকে কোন পাত্তাই দিলাম না, হঠাৎ করে দেখি মামা লাফ দিয়ে পুকুরে ঝাপিয়ে পড়ছে আর যাই কই শুরু হয়ে গেলো সাতারের প্রতিযোগিতা। আমরা সাতরে এপার মামা তখনও মাঝ পুকুর, আমি পুকুর পাড়ে উঠতে উঠতে মামা এপার হাজির আমি কোনো রকম তীরে উঠে দিলাম দৌড়, ওহ সে কি দৌড় আমার একটাই কথা ধরা খাওয়া যাবে না । টম এন্ড জেরির দৌড় চললো আমাদের মাঝে।
আমি প্রচন্ডভাবে দৌড়াতে লাগলাম, বাড়ির পিছনে ধান ক্ষেতের দিকে দিলাম দৌড়, আমার মাথায় একটাই চিন্তা ছিল কোনো ভাবে শহুরে যাবার (আমাদের বাসার) রাস্তায় উঠতেই পারলেই হলো তারপর এক দৌড়ে বাসায় পৌছে যাবো। কিন্তু মামা আমাকে কোনোভাবে ধরতে না পেরে জাম্প দিয়ে একটা ফাইং কিক দিলেন ওহ সেদিন পাছার উপর এই লাথি খেয়ে ছিটকে গেলাম অনেক দূর। কোনো রকম উঠে আবার দৌড় বাসার দিকে। সেদিন অনেক মন খারাপ হয়েছিলো তারপর থেকে আমার অনেক প্রিয় নানা বাড়ি অনেক দিন যাইনি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।