অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।
ফ্লাইং মাছ দেখে চিন্তায় পডলাম মাছ সম্পকে আমার কতটুকু ধারনা আছে। অনেক মাছের নাম শুনেছি তবে আমি মাছ খুবই কম চিনি। অনেক মাছ সম্পকে স্কুলে জেনেছি।
তা ছিল শুধু পরীক্ষায় পাশ করার জন্য। যাই হোক এবার পরীক্ষায় পাশ করার জন্য নয় শুধু আপনাদের একটা ধারনা দেবার জন্যই লিখছি,,,,,,,,,, ফ্লাইং মাছ
অনেকে হয়ত আগেই জানেন।
ফ্লাইং মাছ সামুদ্রীক গোত্রের মাছ। প্রায় ৬৪ প্রজাতির সামুদ্রিক এ মাছ সাধারনত উষ্ঞ ট্রপিক্যাল এলাকায় দেখা যায়। তাদের বক্ষে এক ধরনের ডানা আছে যার সাহায্যে তারা উডতে পারে।
এ মাছ প্রায় ৫০ মিটার বা ১৬০ ফুট পযন্ত উডতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।